Alipore Zoo: রাতারাতি পালাল নাকি? খোঁজ নেই বিপন্ন প্রজাতির ৫৯টি প্রাণী! আলিপুর চিড়িয়াখানার প্রাণীর হিসাবে গরমিল, বিরাট চাঞ্চল্য
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
আলিপুর চিড়িয়াখানার প্রাণীর হিসাবে গরমিলে ছড়ালো চাঞ্চল্য। রাতারাতি উধাও হয়ে গিয়েছে বিপন্ন প্রজাতির ৫৯টি প্রাণী। তবে সেটি খাতায় কলমে না অন্য কিছু তা নিয়ে রয়েছে সন্দেহ।
advertisement
1/6

আলিপুর চিড়িয়াখানার প্রাণীর হিসাবে গরমিলে ছড়ালো চাঞ্চল্য। রাতারাতি উধাও হয়ে গিয়েছে বিপন্ন প্রজাতির ৫৯টি প্রাণী। তবে সেটি খাতায় কলমে না অন্য কিছু তা নিয়ে রয়েছে সন্দেহ।
advertisement
2/6
ভারতের বিভিন্ন চিড়িয়াখানায় কোন প্রজাতির কতগুলি করে প্রাণী রয়েছে, প্রতি বছর তার রিপোর্ট প্রকাশ করে সেন্ট্রাল জ়ু অথরিটি। সেই 'অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালস'-এর তথ্য প্রকাশ হতে দেখা গিয়েছে এই গরমিল।
advertisement
3/6
কোনও এক বা দু'বছর নয়। বেশ কয়েক বছর ধরে একমাত্র আলিপুর চিড়িয়াখানার 'অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালস'-এ পাঠানো হিসাবে বিস্তর গোলমাল রয়েছে।
advertisement
4/6
রিপোর্ট অনুযায়ী ১৯৯৫-৯৬ থেকে এ পর্যন্ত প্রতি বছরই চিড়িয়াখানায় পশুপাখির পরিমাণ চোখে পড়ার মতো হারে কমেছে। ২০২১-২২ এ ৩১ মার্চ কলকতার আলিপুর চিড়িয়াখানায় বিপন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা ছিল ১৯০। কিন্তু পরদিন দেখা যাচ্ছে এমন প্রাণীর সংখ্যা মাত্র ১৩১।
advertisement
5/6
হিসেবের খাতা থেকে 'হারিয়ে যাওয়া' পশুদের কী হয়েছে, তারা আদৌ জীবিত আছে কি না সেই প্রশ্নের উত্তর নেই কারুর কাছে।
advertisement
6/6
৩১ মার্চের 'ক্লোজ়িং স্টক' এবং ১ এপ্রিলের 'ওপেনিং স্টক' এত ফারাক কেন সেই প্রশ্নের উত্তর নেই কারুর কাছে। ফলে কোথাও কি কিছু একটা চলছে ভিতরে তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে সকলের মনে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Alipore Zoo: রাতারাতি পালাল নাকি? খোঁজ নেই বিপন্ন প্রজাতির ৫৯টি প্রাণী! আলিপুর চিড়িয়াখানার প্রাণীর হিসাবে গরমিল, বিরাট চাঞ্চল্য