TRENDING:

Kali Puja 2025: দেবীর ভোগে নিরামিষ খাবার, দণ্ডী কেটে শুরু হয়...! মা কুলুডিশ্বরীর পুজোয় রয়েছে বিশেষ রীতিনীতি, দূরদূরান্ত থেকে ছুটে আসে ভক্তরা

Last Updated:
Kali Puja 2025: দূরদূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের উঠোনে ভিড় জমান। মহানিশায় বাড়ির মহিলা সদস্য দ্বারা রান্না করা সম্পূর্ণ নিরামিষ ভোগ দেবীকে নিবেদন করা হয়।
advertisement
1/6
দেবীর ভোগে নিরামিষ খাবার, দণ্ডী কেটে শুরু হয়...! মা কুলুডিশ্বরীর পুজোয় আছে বিশেষ রীতিনীতি
গ্রামের অধিষ্ঠাত্রী মা কালী। তবে গ্রামের মানুষদের কাছে 'মা কুলুডিশ্বরী' নামেই তিনি পরিচিত। এক বিশাল আমগাছের তলায় ছোট্ট একখানি কংক্রিটের তৈরি মন্দিরে ডাকিনী-যোগিনী এবং ঘন নীল বর্ণের কাল ভৈরব সহযোগে তিনি বিরাজ করেন। পদতলে শায়িত শিব এবং এবং বাম পাশে বাহন শেয়াল। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
কুলুডিহি, শুশুনিয়া যাওয়ার পথে ছাতনা ব্লকের সামনে থেকে ডান দিকে নেমে সিধু কানু মোড় পেরিয়ে কিছুটা গিয়ে বাম দিকে বাঁকলেই পলাশ গাছে ঘেরা ছোট্ট একখানি গ্রাম। তাতে সর্বসাকুল্যে কুড়িটি পরিবারের বাস।
advertisement
3/6
সারা বছর ধরে নিত্য পূজা চললেও কোজাগরী লক্ষ্মীপুজোর পরদিন কাঠামো নির্মাণের মাধ্যমে শুরু হয় মায়ের বাৎসরিক পূজার প্রতিমা নির্মাণের কাজ। তারপর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ধুমধাম করে পূজিতা হন মা। পুজোর দিন সকালে ডাক পরানো হয় মা'কে, সন্ধ্যায় স্বর্ণ ও রৌপ্য অলংকারে সাজানো হয়।
advertisement
4/6
এরপর চিরাচরিত রীতি মেনে দণ্ডী কেটে আরম্ভ করা হয় মায়ের পুজো। পুজোয় কুল ভট্টাচার্য্যের সহিত টকটকে লাল বস্ত্র পরিধান করে মহাশক্তির আরাধনায় ব্রতী হন চ্যাটার্জী পরিবারের বয়ঃজ্যেষ্ঠ। সারারাত ধরে পুজো চলে। ধুপ ধুনোর গন্ধে চারিদিক মুখরিত হয়ে ওঠে। কাঁসর, ঘণ্টা, ঢাকের বোল ও সংস্কৃত মন্ত্রোচ্চারণে গমগম করে পুরো মন্দির চত্বর।
advertisement
5/6
দূরদূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের উঠোনে ভিড় জমান। মহানিশায় বাড়ির মহিলা সদস্য দ্বারা রান্না করা সম্পূর্ণ নিরামিষ ভোগ দেবীকে নিবেদন করা হয়। ভোগে থাকে ভাত, ডাল, চার-পাঁচ রকমের ভাজা, তরকারি, পায়েস, চাটনি ইত্যাদি।
advertisement
6/6
অষ্টমঙ্গলার দিন নৈবেদ্য সহযোগে নিবেদন করা হয় লুচি ও খই-মুড়কির ভোগ। পরদিন মহা সমারোহে দেবীকে বিদায় জানানো হয়। পরিবারের সকলে মেতে ওঠেন সিঁদুর খেলায়। শেষ মুহূর্তের পুজো সমাপ্ত হলে অশ্রুসজল চোখে গোরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন এক ছোট্ট জলাশয়ে। নিরঞ্জন করা হয় মায়ের মূর্তি। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: দেবীর ভোগে নিরামিষ খাবার, দণ্ডী কেটে শুরু হয়...! মা কুলুডিশ্বরীর পুজোয় রয়েছে বিশেষ রীতিনীতি, দূরদূরান্ত থেকে ছুটে আসে ভক্তরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল