TRENDING:

স্বাধীনতা দিবসের আগে রেলের দুর্দান্ত উদ্যোগ! রাজ্যে 'বিশেষ' কর্মসূচির আয়োজন, জানলে গর্ব হবে

Last Updated:
এই উদ্যোগ আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের একটি অংশ
advertisement
1/5
স্বাধীনতা দিবসের আগে রেলের দুর্দান্ত উদ্যোগ! রাজ্যে বিশেষ কর্মসূচির আয়োজন, জানলে গর্ব হবে
<strong>হাওড়া, রাকেশ মাইতি:</strong> সাইকেল ও বাইক র‌্যালির মধ্য দিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি করল পূর্ব রেলওয়ে হাওড়া বিভাগ। হর ঘর তিরঙ্গা- সাইকেল ও বাইক র&#x200d;্যালির মাধ্যমে নতুন ডিআরএম বিল্ডিং থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা স্বাধীনতা দিবসের ও নাগরিক গর্বের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন।
advertisement
2/5
এই উদ্যোগ আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের একটি অংশ। 'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নিতে আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যে দেশের প্রত্যেক নাগরিক নিজের বাড়িতে গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক এবং রেলের কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
র‌্যালিতে সাইকেল চালক এবং বাইক আরোহীরা তিরঙ্গা অর্থাৎ জাতীয় পতাকা নেন। এর মাধ্যমে শহর জুড়ে ঐক্য, দেশপ্রেম এবং নাগরিক গর্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এর অংশ হিসেবে, হাওড়ার বামনগাছির কেন্দ্রীয় বিদ্যালয়ে একটি তিরঙ্গা র‌্যালিও অনুষ্ঠিত হয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
এছাড়া ডিভিশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বারা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উদযাপিত হয় ভারতের ঐতিহ্য এবং স্বাধীনতার আদর্শ। জাতীয় সংহতি বৃদ্ধি এবং তিরঙ্গার মর্যাদা বৃদ্ধিতে দেশবাসীকে অনুপ্রাণিত করতে এই উদ্যোগ নিয়েছে হাওড়া বিভাগ। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের সম্মানে ও ছাত্রছাত্রী এবং জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মসূচি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
স্বাধীনতা দিবসের আগে রেলের দুর্দান্ত উদ্যোগ! রাজ্যে 'বিশেষ' কর্মসূচির আয়োজন, জানলে গর্ব হবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল