Agriculture News: অসময়ে বৃষ্টির ভ্রুকুটি! এই উপায়ে আলুকে রক্ষা করুন
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অসময়ে আবার বৃষ্টির ভ্রুকুটি। এদিকে জমিতে আলু চাষ জোরকদমে চলছে। এই সময় বিপদ থেকে বাঁচার পথ দেখুন
advertisement
1/5

অসময়ের মেঘলা আকাশ আবার চিন্তায় ফেলেছে আলু চাষিদের। বৃষ্টি হলে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
advertisement
2/5
এই অসময়ে বৃষ্টি হলে কীভাবে আলুকে রক্ষা করবেন? কী পদ্ধতি অবলম্বন করতে হবে? এই বিষয়ে জানিয়েছেন আলু চাষি দশরথ মাঝি।
advertisement
3/5
তিনি বলেন, বেশিরভাগ জমিতে আলু গাছ বেরিয়ে গিয়েছে। ফলে বৃষ্টি হলে সেই জমিতে জল জমতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব জমি থেকে জল বের করে দিতে হবে। নয়ত চাষে ব্যাপক ক্ষতি হবে।
advertisement
4/5
দশরথবাবু জানান, এই সময় বৃষ্টি হলে গাছে ধসা রোগ দেখা দিতে পারে। এমন হলে অবশ্যই ধসা রোগ নিয়ন্ত্রণের জন্য জমিতে কীটনাশক স্প্রে করতে হবে। আক্রান্ত জমিতে ডাইমিথোমর্ফ ৯ শতাংশ এবং মাইকোজেব ৬০ শতাংশ মিশিয়ে লিটার প্রতি তিন গ্রাম করে গুলে স্প্রে করতে হবে।
advertisement
5/5
দশরথবাবুর পরামর্শ, যদি জমিতে একটি-দুটি গাছে ধসা রোগ দেখা যায় তাহলে সেই গাছ সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে।. নয়তো পাতায় পাতায় বা সেচের জলের মাধ্যমে রোগ পুরো জমিতে ছড়িয়ে পড়বে। নিয়মিত জমি পরিদর্শন ও প্রয়োজনে এলাকার কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।