Gourangini Mata: নবদ্বীপের রাজপথে গৌরাঙ্গিণী মাতা! হাজারও ভক্তের সমন্বয়ে সম্পন্ন হল নিরঞ্জন, ছবিতে দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Gourangini Mata: প্রতি বছরের মতো এবারও পুজোর পরের দিন দুপুরে মা গৌরাঙ্গিণী মহা আয়োজনের মধ্য দিয়ে নিরঞ্জনের উদ্দেশে বের হন। ১০৮ জন বেহারার কাঁধে চেপে মায়ের এই শোভাযাত্রা যখন শহরের পথে নামে, তখন হাজার হাজার ভক্তের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা নবদ্বীপ।
advertisement
1/6

অবশেষে পথে নামলেন নবদ্বীপের ঐতিহ্যবাহী গৌরাঙ্গিণী মাতা। এই বছর এই পুজো ১৯৬ বছরে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও পুজোর পরের দিন দুপুরে মা গৌরাঙ্গিণী মহা আয়োজনের মধ্য দিয়ে নিরঞ্জনের উদ্দেশে বের হন। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/6
১০৮ জন বেহারার কাঁধে চেপে মায়ের এই শোভাযাত্রা যখন শহরের পথে নামে, তখন হাজার হাজার ভক্তের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা নবদ্বীপ।
advertisement
3/6
বেলা প্রায় একটার সময় মণ্ডপ থেকে যাত্রা শুরু হয়। যোগনাতলা মোড় থেকে ডানদিকে পোড়া মা তলা রোড ধরে মা শহরের রাজপথে পৌঁছন। সেখান থেকে দন্ডপানী তলা মোড় পর্যন্ত এগিয়ে যান।
advertisement
4/6
পথে পোড়া মা তলা মহিষমর্দিনীর মন্দিরের সামনে মা কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর পুনরায় একই রাস্তা ধরে ফিরে এসে পীরতলার নিকটবর্তী এক ঝিলের ধারে মাতার নিরঞ্জন সম্পন্ন হয়। গৌরাঙ্গিণী মাতার নিরঞ্জন গঙ্গায় হয় না, যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।
advertisement
5/6
ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে নবদ্বীপের গৌরাঙ্গিণী মাতার খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও ইউটিউবে মাতার শোভাযাত্রার ভিডিও ছেয়ে গিয়েছে।
advertisement
6/6
প্রায় দুই শতকের ঐতিহ্য বহন করা এই পুজো আজও নবদ্বীপবাসীর কাছে গর্বের প্রতীক এবং ভক্তদের কাছে এক অমলিন আবেগের উৎসব। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gourangini Mata: নবদ্বীপের রাজপথে গৌরাঙ্গিণী মাতা! হাজারও ভক্তের সমন্বয়ে সম্পন্ন হল নিরঞ্জন, ছবিতে দেখুন