TRENDING:

Indian Railways: দীর্ঘ সময় পর শিয়ালদহ-বনগাঁ শাখায় ফের ছুটল 'এই' লাল ট্রেন! ব্যাপারটা কী জানুন...

Last Updated:
Indian Railways: দীর্ঘ সময় পর শিয়ালদহ-বনগাঁ শাখায় আবারও এই লাল ট্রেন দেখে ঘাম ছুটল অনেক যাত্রীদের, ব্যাপারটা কি জানুন...
advertisement
1/6
দীর্ঘ সময় পর শিয়ালদহ-বনগাঁ শাখায় ফের ছুটল 'এই' লাল ট্রেন! ব্যাপারটা কী জানুন...
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বিগত কয়েক বছর পর ফের শিয়ালদহ-বনগাঁ শাখায় দেখা মিলল সেই বহুলচর্চিত ‘লাল গাড়ি’র। রেলপথে হঠাৎই এই বিশেষ ট্রেনকে দেখে চমকে ওঠেন সকলে। বামনগাছি স্টেশনে এদিন সকাল প্রায় আট'টা নাগাদ এসে দাঁড়ায় লাল রঙের সেই বিশেষ ট্রেন।
advertisement
2/6
*যা মূলত টিকিট চেকিং ভ্যান নামে পরিচিত। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের টিকিট পরীক্ষা ও বিনা টিকিটে ভ্রমণ রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই ফের মাঠে নেমেছে এই বিশেষ গাড়ি।
advertisement
3/6
*এদিন বামনগাছি স্টেশনে দীর্ঘক্ষণ ধরে যাত্রীদের টিকিট পরীক্ষা করতে দেখা যায় এই গাড়ীর রেল কর্মীদের। যা দেখে বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক, অনেক যাত্রীকেই এই গাড়ি দেখে ধরা পড়ার ভয়ে পালাতেও দেখা যায়।
advertisement
4/6
*স্থানীয় রেলযাত্রীদের কথায়, অনেক বছর পর আবার দেখা গেল এই লাল গাড়ি বা চেতনা নামে পরিচিত বিশেষ টিকিট চেকিং ট্রেন। আগে প্রায়ই আসত, পরে আর দেখা মেলেনি। অন্য এক যাত্রী জানান, রেল সবচেয়ে কম খরচে আমাদের পরিষেবা দেয়, তাই বিনা টিকিটে যারা ভ্রমণ করেন, তাঁদের জরিমানা হওয়াই উচিত।
advertisement
5/6
*রেলের এক আধিকারিক জানান, এই ধরনের বিশেষ টিকিট চেকিং ট্রেন ‘চেতনা’ নামে পরিচিত। যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে ও আয় বৃদ্ধির উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে।
advertisement
6/6
*আগামী দিনে শিয়ালদহ-বনগাঁ শাখার আরও বেশ কিছু স্টেশনে দেখা যাবে এই লাল টিকিট চেকিং ভ্যান। ফলে বহুদিন পর আবারও বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের ফেরাতে ময়দানে লাল ট্রেন চেতনা। তাই বিনা টিকিটে যাত্রা করা ট্রেন যাত্রীরা হয়ে যান সাবধান, ধরা পড়লেই খসতে পারে অতিরিক্ত জরিমানা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: দীর্ঘ সময় পর শিয়ালদহ-বনগাঁ শাখায় ফের ছুটল 'এই' লাল ট্রেন! ব্যাপারটা কী জানুন...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল