Howrah AC Local: হাওড়া রুটেও এবারে ছুটবে AC লোকাল! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে, কবে শুরু পরিষেবা? যা জানাচ্ছে রেল...
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah AC Local: শিয়ালদহের পর এবার হাওড়া থেকে ছুটতে চলেছে এসি লোকাল ট্রেন। এসি লোকাল ট্রেন ছুটতে চলেছে হাওড়া ডিভিশনে, এই নিয়ে জোর চর্চা নেট মাধ্যমে। এই নিয়ে একাংশের যাত্রীর মধ্যে দেখা দিয়েছে জোর উৎসাহ। কিন্তু এ বিষয়ে রেল কী বলছে জানুন...
advertisement
1/5

*হাওড়া, রাকেশ মাইতি: শিয়ালদহের পর এবার হাওড়া থেকে ছুটতে চলেছে এসি লোকাল ট্রেন। এসি লোকাল ট্রেন ছুটতে চলেছে হাওড়া ডিভিশনে, এই নিয়ে জোর চর্চা নেট মাধ্যমে। এই নিয়ে একাংশের যাত্রীর মধ্যে দেখা দিয়েছে জোর উৎসাহ। কিন্তু এ বিষয়ে রেল কী বলছে জানুন...
advertisement
2/5
*সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে হাওড়া ডিভিশিনে প্রথম এসি লোকাল ট্রেন পথ চলা শুরু করতে চলেছে খুব শীঘ্রই। কোন রুটে হাওড়ার প্রথম এসি লোকাল ছুটবে, সেই রুটও সোশ্যাল মাধ্যমে দেখা গিয়েছে। কিন্তু তার মধ্যে কতটা সত্যতা রয়েছে? সেই বিষয়ে জানতে চাইছেন অনেকে।
advertisement
3/5
*শিয়ালদহ-রানাঘাট লোকাল ট্রেনে চাপতে সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে দারুন উৎসাহ। এর মধ্যেই হাওড়া থেকে বর্ধমান হাওড়া ডিভিশনে প্রথম এসি লোকাল ট্রেন ছুটবে সেই খবর ভাইরাল নেট মাধ্যমে। সম্প্রতিক হাওড়া থেকে এসি লোকাল ট্রেন চলাচলের রুটও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে দারুন উৎসাহ। তবে এই খবরের সত্যতা জানতে মানুষ তাকিয়ে রয়েছে রেল কর্তপক্ষের দিকে।
advertisement
4/5
*ছুটতে চলেছে প্রথম এসি লোকাল ট্রেন। এমন খবর শুনে একাংশের যাত্রী অপেক্ষার প্রহর গুনছেন। কিন্তু রেল সূত্রে জানা যায়, এখনই এ বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি রেলের তরফে।
advertisement
5/5
*হাওড়া থেকে এসি লোকাল ট্রেন চলাচলের কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত হাওড়া থেকে এসি লোকাল চলাচলের পরিকল্পনা ঘোষণা করেনি রেল। এখনই এসি ট্রেন চলাচলে হাওড়া ডিভিশনের কোনও রুট প্রকাশ করেনি রেল।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah AC Local: হাওড়া রুটেও এবারে ছুটবে AC লোকাল! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে, কবে শুরু পরিষেবা? যা জানাচ্ছে রেল...