নামি ব্র্যান্ড মানেই কিন্তু খাঁটি নয়...! সার নিয়ে যা হচ্ছিল বীরভূমে, দিনরাত ঠকছিলেন চাষিরা, হাতেনাতে ধরল পুলিশ
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
নামি কোম্পানির প্যাকেট, ভিতরে নকল সার! দুবরাজপুরে পুলিশের হানায় ফাঁস বড়সড় চক্র, গ্রেফতার দু'ই পাচারকারী
advertisement
1/5

চাষিরা সার কেনার আগে সাবধান হোন। কারণ এবার দুবরাজপুর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভেজাল রাসায়নিক সার। নামি কোম্পানির প্যাকেটে ভরে বিক্রি হচ্ছিল এই নকল সার। কৃষকদের মাঠে নেমে আসার আগেই বড়সড় অভিযান চালিয়ে চক্রের জাল ফাঁস করল পুলিশ।
advertisement
2/5
গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ হানা দেয় সাতকেন্দুরী মোড়ের এক বাড়িতে। বাড়ির ভেতরেই মজুত ছিল শতাধিক বস্তা রাসায়নিক সার। ভেতরের চিত্র দেখে স্তব্ধ হয়ে যান আধিকারিকরা।
advertisement
3/5
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নকল রাসায়নিক সার গুলি নামিদামি কোম্পানির প্যাকেটে ভরে বাজারে বিক্রি করা হত। দেখলে বোঝার উপায় নেই ভিতরে আসল না নকল! এইভাবে দীর্ঘদিন ধরে চলে আসছিল কারবার।
advertisement
4/5
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল খয়রাশোল ব্লকের বারাবন গ্রামের বাসিন্দা শেখ আয়নুল ও শেখ সাত্তার। দুজনকেই দুবরাজপুর আদালতে তোলা হয়।
advertisement
5/5
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ভেজাল সার শুধু বীরভূম নয়, ঝাড়খণ্ডের বিভিন্ন জেলাতেও পাচার হত। অর্থাৎ, একাধিক জেলার কৃষক এই নকল সারের শিকার হয়ে আসছিলেন বহুদিন ধরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নামি ব্র্যান্ড মানেই কিন্তু খাঁটি নয়...! সার নিয়ে যা হচ্ছিল বীরভূমে, দিনরাত ঠকছিলেন চাষিরা, হাতেনাতে ধরল পুলিশ