Digha: দিঘায় ধুন্ধুমার কাণ্ড...! রাতের অন্ধকারে হোটেলে অভিযান চালাতেই কেলেঙ্কারি ফাঁস! পর্যটকদের বার করে দেওয়ার পরই যা ঘটল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: টিসিএসি-সহ দিঘার সার্বিক উন্নয়ন নিয়ে প্রশাসন ও হোটেল মালিকদের একটি বৈঠক হয় জাহাজ বাড়িতে। সেই বৈঠকে এই ট্যাক্স আদায় নিয়ে কড়া পদক্ষেপ জেলাশাসকের।
advertisement
1/6

বাঙালির দুর্গাপুজো দোরগোড়ায়। দুর্গাপুজোর আগে দিঘার হোটেল গুলিকে বকেয়া ট্যাক্স মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
2/6
শেষ বুধবার রাতে দিঘায় ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। ট্যাক্স বাকি রাখায় দিঘার তিনটি হোটেলে অভিযান চালায় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। অভিযোগ ওঠে, হোটেল থেকে রাতের অন্ধকারে পর্যটকদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দিঘায়। তাই এবার ট্যাক্স আদায়ে আরও কড়া হল প্রশাসন।
advertisement
3/6
দিঘায় পর্যটকদের বের করে দিয়ে হোটেলের তালা লাগানোর পর একটি বৈঠক আয়োজন করা হয়। দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে প্রশাসন এবং হোটেল মালিকদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই হোটেল মালিকদের ট্যাক্স নিয়ে কড়া নির্দেশ দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী।
advertisement
4/6
নিউ দিঘা ও ওল্ড দিঘা মিলিয়ে প্রায় আড়াই হাজার হোটেল রয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২৩ টি হোটেলের টিসিএসি (টুরিস্ট সিভিক অ্যামোনিটি চার্জেস) বাকি রয়েছে। সেই টিসিএসি নিয়ে একাধিক হোটেলে বারবার টাকা মেটানোর নির্দেশিকা দিয়েছে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। তবে সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার পর্যটকদের আনাগোনা চলছে ওই সমস্ত হোটেলগুলিতে। সম্প্রতি পুরনো দিঘার তিনটি হোটেলে পর্ষদের তরফ থেকে তালা লাগাতে গেলে হোটেল মালিকদের ক্ষোভের মুখে পড়তে হয় পর্ষদকে। পরে তিনটি হোটেলের তালা খুলে দেয় পর্ষদ।
advertisement
5/6
টিসিএসি-সহ দিঘার সার্বিক উন্নয়ন নিয়ে প্রশাসন ও হোটেল মালিকদের একটি বৈঠক হয় জাহাজ বাড়িতে। সেই বৈঠকে এই ট্যাক্স রাখা হোটেলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। শেষমেষ হোটেল মালিক সংগঠনের তরফ থেকে সমস্ত হোটেল থেকে এই ট্যাক্স আদায়ের দায়িত্ব নেওয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যেই সেই ট্যাক্স পর্ষদে জমা করার নির্দেশিকা দেন জেলাশাসক।
advertisement
6/6
সম্প্রতি হোটেলে তালা লাগানোর ঘটনা নিয়েও এদিন পর্ষদের আধিকারিকদের কড়া বার্তা দেন জেলাশাসক। সেদিনের ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে ভুল স্বীকারও করেছে পর্ষদের আধিকারিকরা। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, 'ওই দিনের ঘটনা আমার নজর এড়িয়ে হয়েছে। অনুমতি না নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য নির্দেশ দিয়েছি। এছাড়াও হোটেলগুলিকে এক সপ্তাহের মধ্যে ট্যাক্স জমা করতে বলা হয়েছে। নইলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।' ওই বৈঠকে হোটেল মালিক সংগঠন দিঘার উন্নয়ন বিষয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের দাবি তোলে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় ধুন্ধুমার কাণ্ড...! রাতের অন্ধকারে হোটেলে অভিযান চালাতেই কেলেঙ্কারি ফাঁস! পর্যটকদের বার করে দেওয়ার পরই যা ঘটল...