TRENDING:

Bonny Sengupta: এক সময়ের পদ্ম-তারকা, হঠাৎ তৃণমূলের প্রচারে হাজির! এই অভিনেতাকে নিয়ে শুরু তীব্র গুঞ্জন

Last Updated:
Bonny Sengupta: এ বছরের ২৫ জানুয়ারি বিজেপি ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন বনি সেনগুপ্ত। তাঁর পথে আগেই হেঁটেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। (তথ্য ও ছবি: শ্রীপর্না দাশগুপ্ত)
advertisement
1/5
এক সময়ের পদ্ম-তারকা, হঠাৎ তৃণমূলের প্রচারে হাজির! এই অভিনেতাকে নিয়ে তীব্র গুঞ্জন
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2021) আগে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার স্রোত দেখা গিয়েছিল। দলে দলে তৃণমূল (TMC) নেতা-কর্মীরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাদের সঙ্গে পা মিলিয়েছিলেন টলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীও। সেই তালিকায় ছিলেন অভিনেতা বনি সেনগুপ্তও (Bonny Sengupta)।
advertisement
2/5
কিন্তু সেই পথ চলা বেশি দূর এগোয়নি। এ বছরের ২৫ জানুয়ারি বিজেপি ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন বনি। তাঁর পথে আগেই হেঁটেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। এবার দুজনকেই দেখা গেল পুরভোটে তৃণমূলের হয়ে প্রচার করতে।
advertisement
3/5
বুধবার হাবড়ার ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দেখা গেল বনি সেনগুপ্তকে। সেই প্রচার শেষে ফের তিনি বিজেপি-কে আক্রমণ শানিয়ে বলেন, ''বিজেপি-তে থেকে কোন কাজেই আসছিলাম না। ওদের কিছু পরামর্শ দিলেও বলত, দিল্লি থেকে অনুমতি নিতে হবে। কিন্তু সেই অনুমতি আর আসত না। ক্ষমতায় না থেকেও মানুষের জন্য কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। তাই মনে হল এরকম দলের সঙ্গে থাকার থেকে না থাকা ভালো।''
advertisement
4/5
বিধানসভা নির্বাচনের আগে, তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি সেনগুপ্ত। যা রাজ্যের রাজনৈতিক মহলে তো বটেই, সাড়া ফেলে দিয়েছিল টলি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। কারণ বনি যেখানে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন, সেখানে তাঁর প্রেমিকা কৌশানী (Koushani Mukherjee) তৃণমূল কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে লড়াই করেছিলেন। শেষমেশ অবশ্য প্রেমিকার দলের কাছাকাছিই চলে এলেন তিনি।
advertisement
5/5
তিনি জানিয়েছেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করেনি। পশ্চিমবঙ্গ ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নয়নের প্রতিশ্রুতি পেয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তার কোনও রোডম্যাপও তিনি দেখতে পাননি। তাই, বিজেপির সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ত্যাগ করেছেন তিনি। আর এবার তৃণমূলের প্রচারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই বলছেন, তৃণমূলে নাম লেখানো বনি সেনগুপ্তর কাছে এখন শুধু সময়ের অপেক্ষা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bonny Sengupta: এক সময়ের পদ্ম-তারকা, হঠাৎ তৃণমূলের প্রচারে হাজির! এই অভিনেতাকে নিয়ে শুরু তীব্র গুঞ্জন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল