Soham Chakraborty: ১০ হাজার মহিলার জমায়েত, বিজয়া সম্মিলনীতে হাজির অভিনেতা, বিধায়ক সোহম চক্রবর্তী
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Soham Chakraborty: পাণ্ডবেশ্বর বিধানসভার দুটি পৃথক এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী।
advertisement
1/6

*দুর্গাপুজোর পর ৫ অক্টোবর থেকে জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। বিজয়া সম্মিলনীর মাধ্যমে আগামী নির্বাচনের আগে জনমতের ভিত আরও মজবুত করতেই এই আয়োজন। পশ্চিম বর্ধমান জেলাতেও ইতিমধ্যেই শুরু হয়েছে এই অনুষ্ঠান।
advertisement
2/6
*বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুটি পৃথক এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। স্বাভাবিক ভাবেই হাজার হাজার মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে।
advertisement
3/6
*অভিনেতা সোহম চক্রবর্তীকে দেখে অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়া কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং ও ব্লক সভাপতি-সহ বিশিষ্টজনেরা।
advertisement
4/6
*অনুষ্ঠান মঞ্চে তৃণমূল কংগ্রেসের শহিদ কর্মীদের উদ্দেশ্যে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এলাকার প্রাক্তন ও প্রবীণ নেতা কর্মীদের সম্বর্ধিত করা হয় দলের পক্ষ থেকে। এই বিজয়া সম্মিলনীর মাধ্যমেই বিজয় সম্মেলনের ভিত্তিস্থাপন করছে তৃণমূল কংগ্রেস।
advertisement
5/6
*পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা স্কুল মাঠ ও দুর্গাপুর, ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। বহুলা এলাকায় বিজয়া সম্মিলনীতে প্রায় ১০ হাজার মহিলা উপস্থিত ছিলেন। অপরদিকে, লাউদোহায় প্রায় ২০ হাজার এলাকাবাসী জমায়েত হয়।
advertisement
6/6
*পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এদিন পাণ্ডবেশ্বরের বুকে ঐতিহাসিক বিজয় সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এই অনুষ্ঠানে। মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছাস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Soham Chakraborty: ১০ হাজার মহিলার জমায়েত, বিজয়া সম্মিলনীতে হাজির অভিনেতা, বিধায়ক সোহম চক্রবর্তী