মুর্শিদাবাদের গর্ব! বিজ্ঞানের জগতে অসামান্য অবদান, আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে আজ ভুলতে বসেছে বাঙালি
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
বর্তমানে এই মহান আচার্য তথা বিজ্ঞান সাধককে ভুলতে বসেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা
advertisement
1/8

<strong>মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ</strong> মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র ছিলেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি ছিলেন বিজ্ঞান সাধক। এই বছর তাঁর ১৬২তম জন্ম জয়ন্তী পালন করা হল। ৫ ভাদ্র জন্মগ্রহণ করেছিলেন তিনি। ইংরেজি তারিখ অনুযায়ী ২২শে অগাস্ট তাঁর জন্মদিন। এদিন মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে তাঁর জন্মদিন পালন করা হল।
advertisement
2/8
বর্তমানে এই মহান আচার্য তথা বিজ্ঞান সাধককে ভুলতে বসেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। একমাত্র কান্দি শহরে তাঁর জন্মদিন পালন করা হলেও সরকারিভাবে কোনও জন্মদিন পালন করা হয় না। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
3/8
১২৭১ সালে ৫ ভাদ্র (ইংরেজি ২২শে অগাস্ট, ১৮৬৪) গোবিন্দ সুন্দর ও চন্দ্র কামিনীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন রামেন্দ্র সুন্দর। বাংলা ভাষার একজন স্বনামধন্য বিজ্ঞানী ও লেখক ছিলেন তিনি। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
4/8
পূর্বে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার জন্য উপযুক্ত পরিবেশ ছিল না। উপযুক্ত বইয়ের অভাবই ছিল এর মূল কারণ। আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রচুর গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন। তাঁর কোনও মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই। তিনি মূলত লেখনীর মাধ্যমেই একজন বিজ্ঞানী ও শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
5/8
শুক্রবার কান্দি মহকুমা শাসক কার্যালয়ের পাশে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মুর্তিতে কান্দি পৌরসভার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
6/8
জানা যায়, বিশ্ববিদ্যালয় জীবনের সূচনার আগেই ১৮৭৮ সালে মাত্র ১৪ বছর বয়সে জেমো রাজপরিবারের নরেন্দ্র নারায়ণের কনিষ্ঠ কন্যা ইন্দুপ্রভা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। শৈশবকাল থেকেই রামেন্দ্র সুন্দর মেধাবী ছিলেন। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
7/8
১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এনট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং ২৫ টাকা বৃত্তি লাভ করেন। ১৮৮৩ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণপদক ও বৃত্তি পান। একই কলেজ থেকে ১৮৮৬ সালে বিজ্ঞানে অনার্স সহ বিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
8/8
১৮৮৭ খ্রীষ্টাব্দে এম.এ. পরীক্ষায় বিজ্ঞানশাস্ত্রে স্বর্ণপদক ও পুরস্কারসহ প্রথম স্থান পান এবং ১৮৮৮ খ্রীষ্টাব্দে পদার্থবিদ্যা ও রসায়নে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান। ১৮৯২ খ্রীষ্টাব্দে রিপন কলেজে পদার্থ বিজ্ঞান ও রসায়নশাস্ত্রের অধ্যাপক হন। পরে প্রথমে ছয় মাসের জন্য অস্থায়ী অধ্যক্ষ এবং শেষে স্থায়ী অধ্যক্ষ হন। ২৩ জৈষ্ঠ ১৩২৬ সালে, ইংরেজি ৬ জুন ১৯১৯ সালে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মৃত্যু হয়। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মুর্শিদাবাদের গর্ব! বিজ্ঞানের জগতে অসামান্য অবদান, আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে আজ ভুলতে বসেছে বাঙালি