Accident: ভয়ঙ্কর পথদুর্ঘটনায় কেঁপে উঠল বাসন্তী হাইওয়ে, দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি! চারজন গুরুতর আহত
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Accident: সাতসকালে ভয়াবহ পথদুর্ঘটনায় কেঁপে উঠল কলকাতা-বাসন্তী হাইওয়ে। এদিন সকালে মিনাখাঁ থানার অন্তর্গত জয়গ্রাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির গতি, নিয়ন্ত্রণ হারানো এবং হঠাৎ বাঁক—সব মিলিয়ে মুহূর্তের মধ্যেই ঘটে যায় অঘটন।
advertisement
1/6

সাতসকালে ভয়াবহ পথদুর্ঘটনায় কেঁপে উঠল কলকাতা-বাসন্তী হাইওয়ে। এদিন সকালে মিনাখাঁ থানার অন্তর্গত জয়গ্রাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির গতি, নিয়ন্ত্রণ হারানো এবং হঠাৎ বাঁক—সব মিলিয়ে মুহূর্তের মধ্যেই ঘটে যায় অঘটন।
advertisement
2/6
জানা গেছে, হাওড়া থেকে একগুচ্ছ যাত্রী নিয়ে একটি মারুতি ইকো গাড়ি যাচ্ছিল মালঞ্চের দিকে। পথে পেট্রোল পাম্প পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই মালঞ্চ কালিতলার কাছে গিয়ে আচমকাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন গাড়িটি ধাক্কা মারে রাস্তার পাশের একটি বাড়ির গায়ে।
advertisement
3/6
প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে আসেন উদ্ধারকাজে। মুহূর্তের মধ্যে খবর যায় মিনাখাঁ থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত গাড়িচালক সহ মোট চারজনকে উদ্ধার করে।
advertisement
4/6
আহতদের প্রথমে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। তবে গাড়ি চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
advertisement
5/6
দুর্ঘটনার পর গাড়িটি এতটাই দুমড়ে-মুচড়ে গিয়েছে যে তার অবস্থা দেখে চমকে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। গাড়ির সামনের অংশ প্রায় ভেঙে গিয়ে একাকার হয়ে যায়। গাড়ির গতি অত্যধিক ছিল বলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান।
advertisement
6/6
ঘটনার জেরে ব্যস্ত বাসন্তী হাইওয়েতে কিছুক্ষণ যান চলাচলে প্রভাব পড়ে। পরে পুলিশ গাড়িটি সরিয়ে ট্রাফিক স্বাভাবিক করে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Accident: ভয়ঙ্কর পথদুর্ঘটনায় কেঁপে উঠল বাসন্তী হাইওয়ে, দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি! চারজন গুরুতর আহত