AC Local Train News: লোকাল ট্রেনে বসেই ফের এসি-র হাওয়া, কল্যাণী-শিয়ালদহ লাইনে টাইম-ভাড়া, সব তথ্য জেনে নিন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
AC Local Train News: কল্যাণী থেকে চালু নতুন এসি লোকাল, মিশ্র প্রতিক্রিয়া নিত্যযাত্রীদের
advertisement
1/5

কল্যাণী: জেলা পাচ্ছে নতুন এসি লোকাল, এই নিয়ে তৃতীয় এসি লোকালের চাকা গড়াবে নদিয়া থেকে। তবে শীতকালে এসি লোকালের উদ্বোধনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেকেই মনে করছেন কল্যাণী থেকে এসি লোকাল পুজোর সময় চালু করলে সুবিধা হতো অনেকের আবার অনেকেই মনে করছেন শীত কিংবা বর্ষাকাল এই মেন লাইনে যাত্রীদের ভিড় সারা বছর লেগে থাকে, অনেকেই অর্থ থাকলেও স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতে পারেনা ট্রেনে।
advertisement
2/5
আর তাদের জন্যই অনেক সুবিধা হল নতুন এই কল্যাণী এসি লোকাল দেওয়ার ফলে। এবং তার পাশাপাশি রবিবার থেকে কৃষ্ণনগর-শিয়ালদহ এসি লোকাল চালু হওয়ার ফলে মায়াপুর ইসকন মন্দির যাওয়ার জন্য পর্যটকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন সকলে।
advertisement
3/5
বেড়েছে যাত্রী, বাড়ছে চাহিদা। আর সেই কারণেই এবার রবিবারেও চলবে কৃষ্ণনগর থেকে এসি লোকাল। আপাতত পরীক্ষামূলকভাবে শিয়ালদহ - কৃষ্ণনগরের মধ্যে চলবে রবিবারের এই এসি ট্রেনের পরিষেবা। এছাড়া, সোমবার থেকে শনিবার এবার শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যেও নতুন সময়ে এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে।
advertisement
4/5
বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসি লোকালের পরিষেবা ছিল কৃষ্ণনগর থেকে। কিন্তু এতটাই চাহিদা বেড়ে গিয়েছে যে রবিবারও এসি লোকাল পরিষেবা শুরু করার জন্য যাত্রীদের তরফে আবেদন আসছে।
advertisement
5/5
প্রতিদিন কল্যাণী এইমসে-এ অনেক রোগী এবং তাঁদের পরিজনরা যাতায়াত করেন। মূলত, তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে নতুন একটি দিন এবং পাশাপাশি নতুন আরেকটি এসি লোকাল পেয়ে খুশি নদিয়াবাসী। Input- Mainak Debnath
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
AC Local Train News: লোকাল ট্রেনে বসেই ফের এসি-র হাওয়া, কল্যাণী-শিয়ালদহ লাইনে টাইম-ভাড়া, সব তথ্য জেনে নিন