TRENDING:

Abhishek Banerjee | Birbhum: প্রায় ১০ বছর পরে মামারবাড়ি গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, ঘুরে দেখলেন ঘরদোর, গ্রাম

Last Updated:
নিচু কড়ি-বরগার ছাদ৷ গাঢ় আকাশি রঙের চুনকাম করা দেওয়াল৷ আর সেই দেওয়ালে পাশাপাশি ঝুলছে একের পর এক দেবতার ছবি৷ দেওয়ালের পেরেকে ঝুলছে সবুজ , নীল প্লাস্টিকের চুবড়ি৷ কোনও মধ্যবিত্ত বাঙালি পরিবারের ঠাকুরঘরের ছবি বোধহয় এর চেয়ে খুব একটা আলাদা হয় না৷ কিন্তু, আলাদা একটাই কারণে, এই ঠাকুরঘর হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ির ঠাকুরঘর৷
advertisement
1/9
কড়িকাঠের ছাদ, আকাশি দেওয়াল... প্রায় ১০ বছর পরে মামারবাড়িতে অভিষেক
নিচু কড়ি-বরগার ছাদ৷ গাঢ় আকাশি রঙের চুনকাম করা দেওয়াল৷ আর সেই দেওয়ালে পাশাপাশি ঝুলছে একের পর এক দেবতার ছবি৷ দেওয়ালের পেরেকে ঝুলছে সবুজ , নীল প্লাস্টিকের চুবড়ি৷ কোনও মধ্যবিত্ত বাঙালি পরিবারের ঠাকুরঘরের ছবি বোধহয় এর চেয়ে খুব একটা আলাদা হয় না৷ কিন্তু, আলাদা একটাই কারণে, এই ঠাকুরঘর হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ির ঠাকুরঘর৷
advertisement
2/9
গত মাসের ২৫ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হয়েছে অভিষেকের জনসংযোগ যাত্রা৷ পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের যে কর্মসূচি এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত বিষয়৷ কোচবিহার, দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের পরে গত মঙ্গলবার বীরভূমে পা রেখেছেন অভিষেক৷
advertisement
3/9
এদিন তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে মামারবাড়িতেও যান তিনি৷
advertisement
4/9
এদিন রাত ১০টা নাগাদ বীরভূমের রামপুরহাটের কুসুম্বায় যান অভিষেক৷ সেখানেই তাঁর মামাবাড়ি৷ সেখানে গিয়ে তিনি দেখা করেন মামাবাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে৷ কথাও বলেন কিছুক্ষণ৷
advertisement
5/9
দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷ বহুক্ষণ কথাও বলেন দুজনে৷
advertisement
6/9
দাদুকে প্রয়োজনে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন আত্মীয় পরিজনদের।
advertisement
7/9
গ্রামের সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে৷ গ্রামের মহিলাদের একাংশ প্রায় ঘরের ছেলের মতো আপ্যায়ণ জানান অভিষেককে৷
advertisement
8/9
মামারবাড়িতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিষেক লেখেন, ‘‘#JonoSanjogYatra-র মহান কর্মযজ্ঞের আজ ১৫তম দিন। সাধারণ মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছি আদ্যোপান্ত। তারই মধ্যে কিছুটা সময় কাটালাম নিজের মামারবাড়িতে।আজ সেখানে গেলাম প্রায় ১০ বছর পরে।’’
advertisement
9/9
অভিষেক জানান, ‘‘কুসুম্বায় আমার আপন মাতামহ অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ছুটে গেলাম তাঁর ভিটায়। মন ভালো, মন খারাপ - এইসব যে আপেক্ষিক, তা আজ পুনরায় বুঝলাম। সারাদিনের অফুরান ব্যস্ততার মাঝেও, নিজের দাদুর সঙ্গে সময় কাটিয়ে সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল।’’
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee | Birbhum: প্রায় ১০ বছর পরে মামারবাড়ি গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, ঘুরে দেখলেন ঘরদোর, গ্রাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল