Abhishek Banerjee: স্বামীজি-স্মরণে অভিনব উদ্যোগ, অভিষেকের ডায়মন্ড হারবার 'মডেলের' প্রশংসা সর্বস্তরে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: কোভিডকালে সাধারণ মানুষের মঙ্গল কামনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা ও উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় স্বামীজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে এক অভিনব কর্মসূচির মধ্যে দিয়ে।
advertisement
1/5

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে অসাধারণ উদ্যোগ নিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোভিডকালে সাধারণ মানুষের মঙ্গল কামনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা ও উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় স্বামীজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে এক অভিনব কর্মসূচির মধ্যে দিয়ে।
advertisement
2/5
ডায়মন্ডহারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা ও মেটিয়াবুরুজ বুধবার, দিনভর ৩০ হাজার সাধারণ মানুষের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছেন সাংসদ অভিষেক। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ১৪৩৩১ হাজার টেস্ট হয়ে গিয়েছে সকাল থেকে। যত সময় এগোবে, ততই বাড়বে টেস্টের সংখ্যা।
advertisement
3/5
অতিমারী আবহে ডায়মন্ডহারবারের ব্লকে ব্লকে, পঞ্চায়েতে, পুরসভার প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে একের পর এক কন্ট্রোল রুম, চালু হয়েছে ডক্টরস অন হুইলস, টেস্টিং অন হুইলস। চলছে মাস্ক বিলি, সচেতনতার প্রচার। সম্প্রতি, ব্যক্তিগত মতামত হিসেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দু'মাস কোনও রকম রাজনৈতিক কর্মসূচি নেওয়া ঠিক হবে না।
advertisement
4/5
ভিড় নিয়ন্ত্রণে সাংসদ অভিষেকের নির্দেশেই এলাকার দোকান-বাজার সপ্তাহে পরপর দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এবার বিপুল সংখ্যক করোনা পরীক্ষার দিকে নজর দিলেন সাংসদ। আজকের দিনটিকে স্মরণে রাখতে এবার স্বামীজির জন্মদিন পালন করতে হচ্ছে ‘মাস টেস্টিং’ বা ব্যাপক হারে করোনা পরীক্ষার মাধ্যমে।
advertisement
5/5
এদিন ডায়মন্ড হারবারের সমস্ত হেলথ সাবসেন্টার ও পুরসভার ক্ষেত্রে আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে প্রশিক্ষণ প্রাপ্ত আশা কর্মী ও এএনএমরা ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে চলেছেন। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত ও পুর এলাকার বিভিন্ন দোকান-বাজার, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ‘টেস্টিং অন হুইলস।’ গোটা রাজ্যে যখন প্রবল গতিতে বাড়ছে করোনা সংক্রমণ, তখন ডায়মন্ড হারবারে সেই হার কিন্তু অনেকটাই কম। এদিন যত সংখ্যক টেস্ট এখনও পর্যন্ত হয়েছে, তার মধ্যে মাত্র ২.৭২ শতাংশ পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানা গিয়েছে। যা গোটা বাংলার নিরিখে যথেষ্টই ভালো।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: স্বামীজি-স্মরণে অভিনব উদ্যোগ, অভিষেকের ডায়মন্ড হারবার 'মডেলের' প্রশংসা সর্বস্তরে