Viral Boro Maa Painting: ওয়েল প্যাস্টেল দিয়ে রানাঘাটের খুদে শিল্পীর আঁকা বড় মায়ের ছবি, দেখে নিন সেই অসামান্য প্রতিভা
- Published by:Debolina Adhikari
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
শুধুমাত্র প্যাস্টেল কালার ব্যবহার করে এই প্রথম এক ক্ষুদে শিল্পী আঁকলো বড় মায়ের ছবি। যা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।
advertisement
1/5

নৈহাটির বিখ্যাত এবং জাগ্রত বড় মায়ের ছবি এঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন রানাঘাটের খুদে শিল্পী। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/5
শুধুমাত্র প্যাস্টেল কালার ব্যবহার করে এই প্রথম এক ক্ষুদে শিল্পী আঁকলো বড় মায়ের ছবি। যা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।
advertisement
3/5
রানাঘাটের ছোট বাজারে বাড়ি সুনয়না দত্ত। রানাঘাটের সেন্ট মেরি স্কুলে নবম শ্রেণীর ছাত্রী সে। পড়াশোনার ফাঁকে ফাঁকে প্রায় দুই মাস ধরে বড় মায়ের ছবিটি সে এঁকেছে।
advertisement
4/5
এর আগে কলকাতার বিখ্যাত নটী বিনোদিনী আর্ট গ্যালারিতে আয়োজিত ট্রাইবাল আর্ট ফেস্টিভালে তার আঁকা ছবি প্রদর্শিত হয়েছিল। এবং সেখান থেকে পায় সে বিশেষ পুরস্কার।
advertisement
5/5
রানাঘাটের বিখ্যাত চিত্রকর সঞ্জু কুন্ডুর কাছে প্রায় দু বছর ধরে সুনয়না দত্ত অঙ্কন প্রশিক্ষণ নিয়ে চলেছে। তার এই সাফল্যের পেছনে তার শিক্ষকের অবদান অনস্বীকার্য বলে জানায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Viral Boro Maa Painting: ওয়েল প্যাস্টেল দিয়ে রানাঘাটের খুদে শিল্পীর আঁকা বড় মায়ের ছবি, দেখে নিন সেই অসামান্য প্রতিভা