TRENDING:

Extra Marital Affair: বিয়ে হয়েছিল, সংসারে মন ছিল না স্ত্রীর! সব সময় পরপুরুষের সঙ্গে প্রেমে মত্ত! স্বামী যা করলেন, বিরল ঘটনা 

Last Updated:
Extra Marital- সংসারে মন নেই, পর পুরুষের প্রেমে মত্ত স্ত্রী। ভরা শালিশি সভায় দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকার সঙ্গে বিয়ে দিলেন স্বামী।
advertisement
1/5
বিয়ে হয়েছিল, সংসারে মন ছিল না স্ত্রীর! স্বামী বাধ্য হয়ে যা করলেন, বিরল ঘটনা
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : সংসারে মন নেই, পর পুরুষের প্রেমে মত্ত স্ত্রী। ভরা শালিশি সভায় দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকার সঙ্গে বিয়ে দিলেন স্বামী। বর্তমান সময়ে ত্রিকোণ প্রেম বা পরকীয়া বাড়ছে। বিয়ের পর সুখী দাম্পত্য জীবন ছেড়ে নতুন সঙ্গী বা সঙ্গীনের দিকে ঝোঁক নারী পুরুষ উভয়ের। এরকমই একটি ঘটনা সামনে এল মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত হরনন্দনপুর পল্লীশ্রী এলাকায়।
advertisement
2/5
জানা যায় প্রেম করে বিয়ে করেছিল রবিন সরকার। বিয়ের প্রথম প্রথম প্রেমের জোয়ারে ভেসে গিয়েছিল দুটি মন। সেই ভালবাসার উপহার স্বরূপ কোলে আসে পুত্র সন্তানও। কিন্তু চার বছর পর কেমন যেন বদলাতে থাকে স্ত্রী। স্ত্রীর আচার-আচরণ সবকিছু বদলে যায়। জানা যায়, রবিনের প্রতি মন উঠে গেছে তাঁর স্ত্রীর।তিনি বর্তমানে অন্য পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
3/5
বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী দেওরের সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত ওই মহিলা। ফলে রবিনের সংসারে অশান্তি। এ নিয়ে মাঝে মধ্যেই শালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার। এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু এর পরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী রবিন। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
4/5
স্বামীকে ফাঁকি দিয়ে প্রায়ই প্রেমিক অমিয় সরকার সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী রবিন সরকার স্ত্রীকে হাতেনাতে ধরার জন্য তক্কে তক্কে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় রবিন সরকার হাতে। ওইদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতেনাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা। রবিনের চিৎকারে ছুটে আসেন এলাকাবাসীরা। রাতে আটকে রাখা হয় প্রেমিক-প্রেমিকাকে। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
5/5
বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সভা হয় এই বিষয়ে। সভায় স্বামীর সঙ্গে সম্পর্ক ভুলে দেওরের সঙ্গে ঘর বাঁধতে চায় রবিনের স্ত্রী। তাঁরা একে অপরকে বিয়ে করতে রাজি হয়। তাই রবিন এক প্রকার নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। স্ত্রীকে পরকীয়া সম্পর্কে থাকা প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তিনি। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Extra Marital Affair: বিয়ে হয়েছিল, সংসারে মন ছিল না স্ত্রীর! সব সময় পরপুরুষের সঙ্গে প্রেমে মত্ত! স্বামী যা করলেন, বিরল ঘটনা 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল