TRENDING:

সামনেই পুজোর মাস শাড়ি কিনতে চান? তাঁতশিল্পীদের মুখে হাসি ফোটাতে কাটোয়ায় বিশেষ তাঁতবস্ত্র মেলা! কদিন চলবে? জানুন বিস্তারিত

Last Updated:
মেলায় প্রদর্শিত ও বিক্রয়যোগ্য দ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের হস্ততাঁতের শাড়ি, গামছা, ধুতি-সহ আরও নানা বস্ত্র। 
advertisement
1/6
সামনেই পুজোর মাস শাড়ি কিনতে চান? কাটোয়ায় বিশেষ তাঁতবস্ত্র মেলা! কদিন চলবে? জানুন বিস্তারিত
বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আরও প্রসারিত করার লক্ষ্যেই শুক্রবার বিকেলে সূচনা হল ‘কাটোয়া তাঁতবস্ত্র মেলা ২০২৫’ এর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর ও বস্ত্র দফতরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। কাটোয়া হস্ততাঁত উন্নয়ন আধিকারিক ও কাটোয়া তাঁতবস্ত্র মেলা কমিটি মেলার পুরো দায়িত্বভার নিয়েছে।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/6
কাটোয়ার ঘোষহাট হ্যান্ডলুম অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, বিশিষ্ট নেতা বিশ্বনাথ রায়, কাটোয়া ও দাঁইহাট পৌরসভার একাধিক পৌরসদস্য। সেইসঙ্গে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যারাও ছিলেন এই অনুষ্ঠানের সাক্ষী। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
আয়োজক সূত্রে জানা গেছে, মেলা চলবে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের অঞ্চল থেকেও বহু ক্রেতা বিক্রেতার সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল কাটোয়া শহরে তৈরি হতে চলেছে আরও একটি নতুন তাঁতের হাট। এর ফলে কাটোয়া জোনের শতাধিক হস্ততাঁত শিল্পী উপকৃত হবেন। তাঁতশিল্পীদের জন্য এটি হবে একটি স্থায়ী বাজারব্যবস্থা, যেখানে তাঁরা সরাসরি গ্রাহকের কাছে তাঁদের তৈরি বস্ত্র পৌঁছে দিতে পারবেন।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
মেলায় প্রদর্শিত ও বিক্রয়যোগ্য দ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের হস্ততাঁতের শাড়ি, গামছা, ধুতি, চুড়িদার সহ আরও নানা বস্ত্র। আয়োজকদের দাবি, এই মেলার প্রধান উদ্দেশ্য কেবলমাত্র ঐতিহ্যবাহী বাংলার তাঁতশিল্পকে জনপ্রিয় করা নয়, বরং তাঁতশিল্পীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলা। কাটোয়া হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসের আধিকারিক পুলক কুমার সিনহা বলেন, “এই মেলার মাধ্যমে তন্তুশিল্পীরা সরাসরি গ্রাহকের কাছে পৌঁছতে পারবেন। গ্রাহকের চাহিদা অনুযায়ী বস্ত্র তৈরি করার সুযোগও পাবেন তাঁরা। অনেক শিল্পী এই মেলা থেকে প্রকৃত উপকার পাবেন।”তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
সব মিলিয়ে বলা যায়, কাটোয়ার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে আগামী কয়েকদিন কাটোয়ায় এক উৎসবের আবহ তৈরি হতে চলেছে। স্থানীয় মানুষ যেমন আনন্দ উপভোগ করবেন, তেমনি তাঁতশিল্পীদের জীবনেও এই মেলা এনে দেবে নতুন দিশা।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সামনেই পুজোর মাস শাড়ি কিনতে চান? তাঁতশিল্পীদের মুখে হাসি ফোটাতে কাটোয়ায় বিশেষ তাঁতবস্ত্র মেলা! কদিন চলবে? জানুন বিস্তারিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল