Travel News: একবার গেলে বারবার যেতে চাইবেন...! সময় পেলে ঢুঁ মারুন এই ছবির গ্রামে, মন ভাল হবেই, গ্যারান্টি!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Travel News: দুর্গাপুরের বংশীবেরা গ্রামে একবার গেলে,যেতে ইচ্ছে করবে বারবার! এই ছবির গ্রামে গেলে মুগ্ধ হবেন আপনিও ।
advertisement
1/6

দুর্গাপুর শহরের পাশেই রয়েছে একটি ছবির গ্রাম , যা অনেকেরই অজানা।এই গ্রামে একবার গেলে যেতে ইচ্ছে করবে বারবার। গ্রামের প্রতিটি দেয়ালে ফুটে উঠেছে রংবেরঙের নানান অপরূপ পটচিত্র। এখানে গেলে মুগ্ধ হবেন আপনিও। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
2/6

দুর্গাপুরের এক নং ওয়ার্ডের নাচন ড্যামের কাছে ঘন সবুজ জঙ্গল ঘেরা এই বংশীবেরা আদিবাসী গ্রাম।গ্রামের পুরুষ মহিলারা বেশিরভাগ দিন মজুর আর ঠিকা শ্রমিকের কাজ করেন।একসময় শুধু অভাব আর কুসংস্কারের অন্ধকারে ছেয়েছিল এই গ্রাম। কিভাবে এই আদিবাসী গ্রাম ছবির গ্রাম হয়ে উঠল! (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
3/6
এই গ্রামে একদিন যেন দেবদূত হয়ে আসেন জীবনবীমা নিগমের এক অবসর প্রাপ্ত কর্মী কমলেন্দু ঘোষ ও তাঁর স্ত্রী।আদিবাসীদের আপ্যায়ন ও তাঁদের সরল জীবনযাপন দেখে অদ্ভুত ভাললাগা তৈরি হয় তাদের মনে । এরপরেই এদের জীবন যাপনকে উন্নত করতে এগিয়ে আসেন তাঁরা।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
4/6
পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গ্রামবাসীদের সচেতন করা, ফুল ও ফলের গাছ লাগিয়ে গ্রামটিকে দৃষ্টিনন্দন করে তোলা, শান্তিনিকেতন থেকে শিল্পী নিয়ে এসে প্রতিটি বাড়ির দেওয়ালে নানান চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি বিভিন্ন গাছের বীজ নিয়ে এসে আদিবাসী মহিলাদের দিয়ে চারা তৈরি করিয়ে এবং ঢেঁকিতে চাল উৎপাদন করে আয়ের দিশা দেখানো হয়। ( ছবি ও তথ্য দীপিকা সরকার)
advertisement
5/6
এই গ্রামে এসে যেদিকে তাকাবেন সেদিকেই চোখে পড়বে নানান রঙবেরঙের পটচিত্র।আদিবাসীদের প্রধান উৎসব বাঁধনা পরবে ব্যাপক ভিড় হয় এই এলাকায়। বাঁধনা পরবের আগে গ্রামের কচিকাচা থেকে যুবক যুবতিরা পুনরায় রং তুলি দিয়ে সাজিয়ে তোলে গ্রামটিকে। ( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
6/6
আপনিও যদি প্রকৃতিপ্রেমী মানুষ হন তাহলে ছুটির দিন অথবা উইকেন্ডে চলে আসতেই পারেন এখানে।এখানে এলে দুর্গাপুরের নাচন ড্যামের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অনুভবের পাশাপাশি কিছুটা সময় কাটাতেই পারেন এই বংশীবেরা ছবির গ্রামে। দৃষ্টিনন্দন এই গ্রামে এলেই মিলবে মানসিক প্রশান্তি। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Travel News: একবার গেলে বারবার যেতে চাইবেন...! সময় পেলে ঢুঁ মারুন এই ছবির গ্রামে, মন ভাল হবেই, গ্যারান্টি!