Snake: ৫০ বছরে এই প্রথম! ধবধবে সাদা সাপ! হাওড়ায় উদ্ধার বিরল প্রাণী, গোটা এলাকায় হইচই পড়ে গেল, দেখার জন্য লোকজনের ভিড়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Snake- সাধারণ কালাচ আর এই ধরনের সাদা কালাচের বৈশিষ্ট্য প্রায় এক। জানা যায়, এদের জিনগত কারণেই দেখতে ভিন্ন। সাধারণ কালাচ এর দেহ বাদামি বা তামাটে দেহের উপর কালো দাগ থাকে।
advertisement
1/5

৫০ বছরে এই প্রথম এমন সাপ দেখল! লিউসিস্টিক কমন ক্রেট বা সাদা কালাচ উদ্ধার পরিবেশ কর্মীদের। হাওড়া জেলায় যে কয়েকটি বিষধর সাপ সাধারণত বসবাস করে তাদের মধ্যে একটি কালাচ। যদিও জেলায় কালাচ সংখ্যায় কম দেখা যায়। আর এইরকম সাপ, একবারে দুধ সাদা কালাচ আরও কম দেখা যায়। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
2/5
গত কয়েক বছর আগে হাওড়ার বাগনান থেকে একটি সাদা কালাচ সাপ উদ্ধার হয়। তারপর আবার এই সাপের দেখা মিল্ল হাওড়ায়। সাধারণত কালাচ সাপ দেখতে তামাটে তার উপর কালো দোরাকাটা দাগ থাকে। এটি মারাত্মক বিষধর সাপ, এর কামড়ে মানুষের মৃত্যু পযন্ত ঘটে। গ্রামাঞ্চলে বসত বাড়িতে রাতের অন্ধকারে বিছানায় উঠে আসতে দেখা যায় এই সাপকে।
advertisement
3/5
সাধারণ কালাচ আর এই ধরনের সাদা কালাচের বৈশিষ্ট্য প্রায় এক। জানা যায়, এদের জিনগত কারণেই দেখতে ভিন্ন। সাধারণ কালাচ এর দেহ বাদামি বা তামাটে দেহের উপর কালো দাগ থাকে। সাদা কালাচ বা লিউসিস্টিক কমন ক্রেট সম্পূর্ণ সাদা। সাদা কালাচ সাপ যাকে উদ্ধারের পরে পরিবেশকর্মীরা তার নিজস্ব বাস্তুতন্ত্রে মুক্ত করে দেন।
advertisement
4/5
কামিনা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বিশিষ্ট সমাজকর্মী মন্টু সি খালনা গ্রামের যুবক বিশ্বজিৎ হাজরা মারফত সূত্রে এই সাপটির খবর পেয়ে দ্রুত পরিবেশ মঞ্চে খবর দেন আমতা ইউনিটের সমন্বয়ক দীপঙ্কর পোরেল। বন দফতরে বিষয়টি জানান হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের সমন্বয়ক পরিবেশকর্মী দীপঙ্কর পোরেল, কৌশিক মাইতি ও তার সহযোগীরা এটিকে উদ্ধার করে বনদপ্তরের সহযোগিতায় স্থানীয় পরিবেশে পুনর্বাসন করেন।
advertisement
5/5
সমাজকর্মী মন্টু সি তার দীর্ঘ ৫০ বছরের জীবনে এই প্রথম এই বিরল সাপকে দেখেছেন বলে জানিয়েছেন। পরিবেশকর্মী ডট ফাউন্ডেশন এর সভাপতি দীপঙ্কর পোড়েল বলেন, এটি খুবই বিরল প্রজাতির তীব্র বিষধর সাপ। কালাচ এর রং কালো কিন্তু এটি সাদা কালাচ, এটি প্রাণীটির শরীরের জেনেটিক পরিবর্তনের ফলে হয়েছে। যা প্রাণীর দেহের স্কিনকে ফ্যাকাশে করে দেয়।সাপটিকে তার নিজস্ব বাস্তুতন্ত্রে পুনর্বাসন করানোর সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার মানুষদের এদের সম্পর্কে সচেতনতার বার্তাও দেন পরিবেশ কর্মীরা। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Snake: ৫০ বছরে এই প্রথম! ধবধবে সাদা সাপ! হাওড়ায় উদ্ধার বিরল প্রাণী, গোটা এলাকায় হইচই পড়ে গেল, দেখার জন্য লোকজনের ভিড়