Orchids Cultivating : চাঁদিফাটা গরমকে হার মানিয়ে বাঁকুড়ায় ফুটছে পাহাড়ি ফুল অর্কিড, বাগানে ঢুকলেই বিরাট স্বস্তি
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Orchid Farming in Bankura : বাড়ির বাগানে তৈরি করতে হয় ঠান্ডা আবহাওয়া। কঠিন পরিশ্রম এবং বার বার পরিচর্যার ফল এই ফুল। বাঁকুড়ার চাঁদিফাটা গরমে বাগান আলো করে থাকে এই অর্কিড গুলি।
advertisement
1/6

বাঁকুড়ায় ফুটছে অপূর্ব সুন্দর অর্কিড। তপ্ত গরমকে হার মানিয়ে ফুটছে পাহাড়ি ফুল।
advertisement
2/6
বিশেষ করে পাঁচ প্রজাতির অর্কিড দেখা যায় বাঁকুড়া জেলায়। ঘর সাজানোর কাজে ও বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে অর্কিডের চাহিদা ব্যাপক।
advertisement
3/6
ছবিতে দেওয়া চারটি ফুলই ডেনড্রোবিয়াম প্রজাতির। বাঁকুড়াতে দেখা যায় এই ফুল।
advertisement
4/6
এই পাঁচ ধরনের ফুল ফেলেনপসিস প্রজাতির। তপ্ত গরমে বাগান আলো করে থাকে এই অর্কিড গুলি।
advertisement
5/6
এছাড়াও রয়েছে ক্যাটালিয়া,ভেণ্ডা,রিঙ্কোস্টাইলিস। এগুলি এখনও ফোটেনি আবহাওয়ার কারণে ।
advertisement
6/6
বাগান প্রস্তুতকারক এবং অর্কিড বিশেষজ্ঞ শিক্ষক নির্মাল্য ঘোষ জানান,
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Orchids Cultivating : চাঁদিফাটা গরমকে হার মানিয়ে বাঁকুড়ায় ফুটছে পাহাড়ি ফুল অর্কিড, বাগানে ঢুকলেই বিরাট স্বস্তি