TRENDING:

Purulia Tourism: মনমুগ্ধকর পরিবেশ, সঙ্গে মিলে ময়ূরের নাচ, পুরুলিয়া গেলে এটা মিস করবেন না

Last Updated:
Purulia Tourism: শুরু হয়েছে ফেস্টিভ সিজন। আর এই মরশুমে সময় সুযোগ পেলেই শুরু হয়ে যায় বেড়ানোর প্ল্যান। কাছেপিঠে বেড়াতে যাওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের ডেসটিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া।
advertisement
1/6
মনমুগ্ধকর পরিবেশ, সঙ্গে মিলে ময়ূরের নাচ, পুরুলিয়া গেলে এটা মিস করবেন না
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : শুরু হয়েছে ফেস্টিভ সিজন। আর এই মরশুমে সময় সুযোগ পেলেই শুরু হয়ে যায় বেড়ানোর প্ল্যান। কাছেপিঠে বেড়াতে যাওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের ডেসটিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া।
advertisement
2/6
পুরুলিয়ার মনোমুগ্ধকর পরিবেশে মন ভাল হয়ে যায় পর্যটকদের। জেলা জুড়ে বিভিন্ন পর্যটন কেন্দ্র থাকলেও বহু পর্যটকের পছন্দের তালিকায় থাকে অফবিট পর্যটন। পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
শান্ত স্নিগ্ধ পরিবেশে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। বেড়ানোর পাশাপাশি এই ড্যামে বাড়তি আকর্ষণ ময়ূর দেখা। শীতের এই সময়তে ঝাঁকে, ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই নরাহারা ড্যামে। আশেপাশের বিভিন্ন জায়গায়।পর্যটনে বাড়তি আকর্ষণ এই ময়ূর। যা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা ফুলমনি মাহাতো বলেন, শীতের মরশুমে তাদের এখানে অনেকেই বেড়াতে আসে। ‌ এই সময় ময়ূর দেখতে পাওয়া যায় তাদের এই ড্যামের আশেপাশে। ময়ূর গুলি প্রতিদিন পাহাড় থেকে নিচে নেমে আসে।‌ তাই পর্যটকেরাও ময়ূর ভিড় করেন এই ড্যামে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
পুরুলিয়ার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র গুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম। অনেকেই পিকনিকের জন্য নিরিবিলি এই অফবিট পিকনিক স্পটে আসেন। তবে এই ড্যামে আসলে অতি অবশ্যই দেখা মেলে ময়ূরের। যা পর্যটকদের খুবই পছন্দের।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
ঝালদা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই অবস্থিত এই ড্যাম। ‌ট্রেনে বা বাসে করে ঝালদা গিয়ে, যে-কোনও টোটো গাড়ি রিজার্ভ করে অনায়াসেই এই ড্যাম থেকে ঘুরে আসা যায়। এই ড্যামের স্বচ্ছ জলরাশি ও স্নিগ্ধ পরিবেশ ভ্রমণ প্রেমীদের মনে দাগ কাটে।‌ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Purulia Tourism: মনমুগ্ধকর পরিবেশ, সঙ্গে মিলে ময়ূরের নাচ, পুরুলিয়া গেলে এটা মিস করবেন না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল