South 24 Parganas News: ঢোলাহাট থানা এলাকায় খড়ের গাড়িতে ভয়াবহ আগুন, কারণ খতিয়ে দেখছে পুলিশ
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
খড়ের গাড়িতে বেশি করে খড় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। মথুরাপুরে একই কায়দায় খড়ের গাড়িতে আগুন লেগেছিল। এই ঘটনা চলতে থাকলে ভবিষ্যতে বড় বিপদ ঘটতে পারে।
advertisement
1/6

ঢোলাহাট থানা এলাকায় খড়ের গাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগে একইভাবে মথুরাপুরে খড়ের গাড়িতে আগুন লেগেছিল। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
2/6
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর ঢোলাহাট থানার মতিলাল পাইকপাড়ার মাদ্রাসার কাছাকাছি এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের তারে লেগে খড়ের গাড়িতে এই আগুন লেগেছে।আগুন লাগার পর চোখের নিমেষে সম্পূর্ণ গাড়িটি ভস্মীভূত হয়।
advertisement
3/6
অপর এক ঘটনায় ঢোলাহাটের পূর্বশংকরপুর এলাকায় নুর জামাল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকলকে। পরে ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
4/6
পরপর একই কায়দায় আগুন লাগার ঘটনা ভাবাচ্ছে সকলকে। আগুন লাগার ঘটনায় ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
advertisement
5/6
খড়ের গাড়িতে বেশি করে খড় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। মথুরাপুরে একই কায়দায় খড়ের গাড়িতে আগুন লেগেছিল। এই ঘটনা চলতে থাকলে ভবিষ্যতে বড় বিপদ ঘটতে পারে।
advertisement
6/6
একইদিনে আগুন লাগে আরেক জায়গায়। থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, রাত আনুমানিক আড়াইটে নাগাদ হঠাৎ করেই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এখনো দমকলের ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গেলেও, এখনো পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ঢোলাহাট থানা এলাকায় খড়ের গাড়িতে ভয়াবহ আগুন, কারণ খতিয়ে দেখছে পুলিশ