Drowning incident: আমতায় দুর্ঘটনা! কাজ সেরে বাড়ি ফেরার পথে জলের তোড়ে ভেসে গেল যুবক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal news: হাওড়ার আমতায় বড় দুর্ঘটানা। কাজ থেকে বাড়ি ফেরার পথে জলের তোড়ে ভেসে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
advertisement
1/4

বিভিন্ন বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তারমধ্যে রয়েছে হাওড়া জেলার কিছু অংশও। প্রতীকী ছবি।
advertisement
2/4
হাওড়া জেলার আমতা ব্লকের ঝিকিরার নকুপাড়া এলাকায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন সমর মাইতি নামের এক যুবক।
advertisement
3/4
সেই সময়েই জলের তোড়ে টাল সামলাতে না পেরে ভেসে তিনি। যদিও এখন ও মৃতদেহের খোঁজ মেলেনি। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল ভেসে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। প্রতীকী ছবি৷
advertisement
4/4
জানা গিয়েছে, নিঁখোজ যুবক কলকাতা থেকে আমতা জয়পুর রোড় ধরে পায়ে হেঁটে জল পেড়িয়ে মহাকালপুরে বাড়ি ফিরছিল। সেই সময়েই জলের তোড়ে ভেসে যায় ওই যুবক। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Drowning incident: আমতায় দুর্ঘটনা! কাজ সেরে বাড়ি ফেরার পথে জলের তোড়ে ভেসে গেল যুবক