TRENDING:

Snake : বাড়ির সামনে আবর্জনা রাখেন? বাঁকুড়ার সোনামুখীতে রাস্তার উপর যা হল... ভয়ানক কাণ্ড

Last Updated:
Python- সোনামুখীর চৌধুরীপাড়া এলাকায় স্থানীয়রা হঠাৎ দেখেন রাস্তার ধারে ঘোরাঘুরি করছে রক পাইথন, খবর ছড়াতেই বিশাল ভিড় মানুষের।
advertisement
1/7
আপনি কি বাড়ির সামনে আবর্জনা ফেলে রাখেন? বাঁকুড়ার সোনামুখীতে রাস্তার উপর যা হল... ভয়ানক
রাতের অন্ধকারে রাস্তার ধারে বসে থাকলে খুব সাবধান! বাড়ির সামনে নোংরা আবর্জনা রাখেন, তা হলে এবার সতর্ক হোন! কারণ রাতের অন্ধকারে গ্রামের রাস্তায় চরে বেড়াচ্ছে রক পাইথন (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
2/7
আবারও বিশাল আকারের রক পাইথন উদ্ধার করল বন দফতর! বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের চৌধুরীপাড়া এলাকায় মঙ্গলবার রাতে রাস্তার ধারে একটি রক পাইথনকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। রীতিমতো আতঙ্কিত হয়ে তাঁরা খবর দেন সোনামুখী বনদফতরে! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
3/7
এলাকায় এই খবর ছড়াতেই সেখানে এলাকার মানুষ ভিড় জমায় এবং রক পাইথনটি রাস্তার ধারে থাকা ডাস্টবিনের ভেতর ঢুকে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন সোনামুখীর বনকর্মীরা! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
4/7
সোনামুখী ফরেস্ট রেঞ্জার নিলয় রায়ের নেতৃত্বে বণকর্মীরা ওই রক পাইথনটিকে উদ্ধার করে পুনরায় সোনামুখীর এক গভীর জঙ্গলে ছেড়ে দেন। (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
5/7
সোনামুখী ফরেস্ট রেঞ্জার নিলয় রায় জানান, এটি একটি পূর্ণবয়স্ক রক পাইথন। ওজন সাড়ে নয় থেকে দশ কিলো এবং সাত ফুট লম্বা এই সাপটি! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
6/7
সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান হয়েছে কেউ আতঙ্কিত হবেন না, এই সাপটির কোনও বিষ নেই এবং কোনওরকম ভাবে মানুষের ক্ষতি করে না। এছাড়াও বলা হয়েছে বাড়ির সামনে যেন কেউ নোংরা আবর্জনা না রাখে! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
7/7
নোংরা আবর্জনাকেই বেছে নেয় এই সাপগুলি! বিশাল আকারের এই রক পাইথন দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে সাপটি উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় এলাকার মানুষ! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Snake : বাড়ির সামনে আবর্জনা রাখেন? বাঁকুড়ার সোনামুখীতে রাস্তার উপর যা হল... ভয়ানক কাণ্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল