Rakhi Bandhan 2025: রাখি পূর্ণিমায় হোক 'মিষ্টি বন্ধন', ভাই-বোনকে দিন এই বিশেষ 'হোমমেড চকোলেট', সুগারের রোগীরাও খেতে পারবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Mainak Debnath
Last Updated:
Rakhi Bandhan 2025: রাখি পূর্ণিমার আনন্দঘন উৎসবকে ঘিরে নতুন এক অভিনব উদ্যোগ নিয়েছেন কৃষ্ণনগরের এক দম্পতি। ভাই-বোনের অটুট সম্পর্ককে মিষ্টতায় ভরিয়ে তুলতে তাঁরা তৈরি করছেন সুন্দর কাস্টোমাইজ হোমমেড চকলেট।
advertisement
1/8

রাখি পূর্ণিমার আনন্দঘন উৎসবকে ঘিরে নতুন এক অভিনব উদ্যোগ নিয়েছেন কৃষ্ণনগরের এক দম্পতি। ভাই-বোনের অটুট সম্পর্ককে মিষ্টতায় ভরিয়ে তুলতে তাঁরা তৈরি করছেন সুন্দর কাস্টোমাইজ হোমমেড চকলেট।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/8
কৃষ্ণনগর এলাকার বাসিন্দা এই দম্পতি দিব্যজ্যোতি ভট্টাচার্য, দিগন্তিকা ভট্টাচার্য গত কয়েক বছর ধরেই বিভিন্ন উৎসবে হোমমেড চকলেট তৈরি করে আসছেন। তবে এবারের রাখি পূর্ণিমা উপলক্ষে তাঁরা বিশেষ কিছু করতে চেয়েছিলেন।
advertisement
3/8
তাই তাঁরা তৈরি করেছেন রঙিন, নানারকম ডিজাইনের, নাম ও বার্তা খোদাই করা বিশেষ রাখি চকলেট বক্স।চকলেটগুলিতে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান—ডার্ক চকো, মিল্ক চকো, বাদাম, কিশমিশ, কোকো বাটার, ইত্যাদি।
advertisement
4/8
সবচেয়ে আকর্ষণীয় দিক হল, প্রতিটি চকলেট বাক্স! সুন্দর একটি উপরের বাক্স এবং তার সঙ্গে একটি ছোট বার্তা—যা পুরোপুরি ক্রেতার পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে বলে জানান তারা আমাদেরকে।
advertisement
5/8
দিব্যজ্যোতি ভট্টাচার্য জানান, 'আমরা চাই এই বিশেষ দিনে ভাই-বোনের সম্পর্ক আরও মধুর হোক। তাই শুধু দোকান থেকে কেনা চকলেট নয়, নিজেদের হাতে বানানো ভালবাসার স্পর্শ থাকুক উপহারে।'
advertisement
6/8
চাহিদা অনুযায়ী তাঁরা রাখি থিমে চকো-রাখিও তৈরি করছেন। সেই রাখিগুলোও খাওয়ার যোগ্য এবং সম্পূর্ণ চকলেট দিয়ে বানানো।
advertisement
7/8
এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। কৃষ্ণনগর ছাড়িয়ে আশেপাশের এলাকা থেকেও অর্ডার আসছে দিনের পর দিন।
advertisement
8/8
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয়, আত্মীয়তার বন্ধনকে আরও মজবুত করে তুলছে।রাখি পূর্ণিমার দিনে যদি উপহার হয় নিজের হাতে বানানো ভালবাসা মেশানো চকলেট, তবে সম্পর্ক তো হবেই আরও মজবুত!
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rakhi Bandhan 2025: রাখি পূর্ণিমায় হোক 'মিষ্টি বন্ধন', ভাই-বোনকে দিন এই বিশেষ 'হোমমেড চকোলেট', সুগারের রোগীরাও খেতে পারবেন