'রোমিও বাইকার' থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ! জেলা পুলিশ এবার পেল...! পুলিশ দিবসে বিরাট আয়োজন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Modern Bullet Bikes: দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখরিয়ার উপস্থিতিতে জেলা ট্রাফিকের আধিকারিকেরা এগুলি পেলেন
advertisement
1/6

<strong>উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ</strong> বারাসাত জেলা পুলিশে এবার যুক্ত হল অত্যাধুনিক বুলেট বাইক। জেলা ট্রাফিকের হাতেই এদিন তুলে দেওয়া হয় আটটি দ্রুতগতির এই দুই চাকার যান।
advertisement
2/6
পুলিশ দিবসের অনুষ্ঠান থেকে এদিন এই দু'চাকার যানের সূচনা হল। দ্রুতগতির এই বাইক রাস্তায় 'রোমিও বাইকার' থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আরও দক্ষতা আনার পাশাপাশি প্রশাসনিক কাজে ব্যবহারের উদ্দেশে জেলা ট্রাফিক বিভাগের হাতে তুলে দেওয়া হয় (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
আধুনিক প্রযুক্তি, সুসজ্জিত এই আটটি বুলেট বাইক। এদিন দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখরিয়ার উপস্থিতিতে জেলা ট্রাফিকের আধিকারিকেরা এগুলি পেলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
জেলা পুলিশের দাবি, নতুন এই যানবাহনগুলি কাজে লাগলে রাস্তাঘাটে শৃঙ্খলা বজায় রাখতে আরও সুবিধা হবে। এদিন পুলিশ দিবস উপলক্ষে সচেতনতা প্রচারের অংশ হিসেবে একটি র‍্যালিরও আয়োজন করে জেলা পুলিশ। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
র‍্যালিতে অংশ নেয় ট্রাফিক বিভাগ, উইনারস বাহিনী, পিঙ্ক পুলিশ সহ জেলার বিভিন্ন শাখার পুলিশ কর্মীরা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
বারাসাত ও মধ্যমগ্রামের বিস্তীর্ণ এলাকায় ঘুরে সাধারণ মানুষকে পথনিরাপত্তা ও আইন মেনে চলার বার্তা দেওয়া হয়। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
'রোমিও বাইকার' থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ! জেলা পুলিশ এবার পেল...! পুলিশ দিবসে বিরাট আয়োজন