TRENDING:

West Bengal Election-Phase 3 : নজরে তৃতীয় দফা, নিরাপদ নির্বাচনের লক্ষ্যে ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Last Updated:
তৃতীয় দফায় ৩ জেলার ৩১টি আসনে ভোটগ্রহণ হবে।
advertisement
1/5
নজরে তৃতীয় দফা, নিরাপদ নির্বাচনের লক্ষ্যে ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন ( Phase 3 Bengal Election 2021)। ভোট গ্রহণ হবে হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। এর মধ্যে রয়েছে হাওড়ার ৭টি, দক্ষিণ ২৪ পরগনার ১৬টি এবং হুগলির ৮টি আসনে ভোট হবে। প্রথম দফার নির্বাচনের থেকে দ্বিতীয় দফার 'হাইভোল্টেজ' ভোটে অনেক বেশি অভিযোগ, অশান্তির খবর সামনে এসেছিল। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকেও। এই অবস্থায় তৃতীয় দফায় নির্বাচনের আগে আরও সতর্ক কমিশন। থাকছে কেন্দ্রীয় বাহিনীর ( Central Force ) কড়া নজরদারি।
advertisement
2/5
নির্বাচন কমিশন সূত্রের খবর, ৩ জেলায় ভোটের সুরক্ষায় মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। যদিও দ্বিতীয় দফার নির্বাচনের অশান্তির পর আরও অতিরিক্ত ২০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা প্রাথমিকভাবে ভাবা হয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে নির্বাচন কমিশন। তৃতীয় দফায় ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্তই শেষপর্যন্ত স্থির হয়। উল্লেখ্য, এর আগে দ্বিতীয় দফার ভোটে মোতায়েন ছিল ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
advertisement
3/5
নির্বাচন কমিশন সূত্রে খবর, এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনায় মোতায়েন থাকবে ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হুগলিতে ১৬৭ কোম্পানি। হাওড়ায় ১৪৪ কোম্পানি। অর্থাত মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তৃতীয় দফায়। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে ১৩০ কোম্পানি, ডায়মন্ড হারবারে ১১৩ এবং সুন্দরবন থানা এলাকায় মোতায়েন থাকবে ৬৪ কোম্পানি বাহিনী। অন্যদিকে হাওড়া গ্রামীণ এলাকায় ১৩৩ কোম্পানি এবং হাওড়া কমিশনারেট অঞ্চলে ১১ কোম্পানি বাহিনী হাজির থাকবে। এছাড়াও এক কোম্পানি মহিলা বাহিনী -সহ ৬ কোম্পানি সি আর পি এফ মোতায়েন থাকবে নন্দীগ্রামে নির্বাচন পরবর্তী অশান্তি সামাল দিতে।
advertisement
4/5
সাধারণত ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে ১০০জন জওয়ান থাকে। অর্থাত ৬১ হাজার ৮০০ জন জওয়ান এই দফায় নজরে রাখবেন বিধানসভা ভোট। তবে, একটি কোম্পানিতে ১০০ জন জওয়ানের মধ্যে কয়েকজন অন্যান্য নানা কাজে যুক্ত থাকেন। তাই তৃতীয় দফায় সরাসরি ভোটের সঙ্গে ৪৯ হাজারের কিছু বেশি জওয়ান মোতায়েন থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।রাজনৈতিক অশান্তি ও সুষ্টু ভোটগ্রহণের লক্ষ্যে বাংলার নির্বাচনে নিশ্ছিদ্র প্রহরা নিশ্চিত করবেন এঁরাই।
advertisement
5/5
তৃতীয় দফায় ৩ জেলার ৩১টি আসনে ভোটগ্রহণ হবে। হাওড়ার যে সাতটি আসনে ভোটগ্রহণ হবে সেগুলি হল-- উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুর। হুগলিতে ভোট হবে জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুল। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার কেন্দ্রগুলি হল-- বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Election-Phase 3 : নজরে তৃতীয় দফা, নিরাপদ নির্বাচনের লক্ষ্যে ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল