TRENDING:

Bangladeshi: ভারতীয় জলসীমায় সন্দেহজনক ঘোরাফেরা! কী করছিল ওরা? উপকূলরক্ষী বাহিনী হাতে আটক ৩৫

Last Updated:
Bangladeshi: ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ৩৫ বাংলাদেশি মৎস্যজীবী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে‌।
advertisement
1/6
ভারতীয় জলসীমায় সন্দেহজনক ঘোরাফেরা! কী করছিল ওরা? উপকূলরক্ষী বাহিনী হাতে আটক ৩৫
*ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ৩৫ বাংলাদেশী মৎস্যজীবী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে‌। একইসঙ্গে দুটি ট্রলার আনা হয়েছে।
advertisement
2/6
*ভারতীয় জলসীমার মধ্যে ওই ট্রলারটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়েছে। আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আটক হওয়া ৩৫ বাংলাদেশি মৎস্যজীবীকে ট্রলার-সহ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়েছে।
advertisement
3/6
*বর্তমানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ধৃত ৩৫ বাংলাদেশী মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য আরোহণের মামলা রুজু করে তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করবে।
advertisement
4/6
*অপরদিকে, ভারতীয় ট্রলারডুবির ঘটনার পর মৎস্যজীবীদের একাংশ আঙুল তুলেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর দিকে। অভিযোগ ছিল, ওই ট্রলারকে তাড়া করে ভারতের জলসীমান্তে ঢুকে সেটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় বাংলাদেশি বাহিনীর জাহাজ।
advertisement
5/6
*ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবী লিটন দাসের অভিযোগও তেমনই। এই নিয়ে ভারতের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হওয়ায় এ দিন তার জবাব দিয়েছে বাংলাদেশের নৌবাহিনী।
advertisement
6/6
*বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় ট্রলারটি দুর্ঘটনায় পড়ার সময়ে বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১২ মাইল দূরত্বে বাংলাদেশের জলসীমান্তে টহল দিচ্ছিল। ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরেই বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ বাংলাদেশের জলসীমান্তে অনুসন্ধান চালায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bangladeshi: ভারতীয় জলসীমায় সন্দেহজনক ঘোরাফেরা! কী করছিল ওরা? উপকূলরক্ষী বাহিনী হাতে আটক ৩৫
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল