TRENDING:

অষ্টমীতে দেবীর ঘট থেকে অলৌকিক ফুল পড়ে ! বাঁকুড়ার এই পুজোয় আজও জাগ্রত মা দুর্গা !

Last Updated:
এই দেবী এতটাই জাগ্রত যে গ্রামের সব মানুষরা দেবীকে জানান নিজের মনের ইচ্ছা। দূর থেকেও আসেন বহু মানুষ।
advertisement
1/8
অষ্টমীতে দেবীর ঘট থেকে অলৌকিক ফুল পড়ে ! বাঁকুড়ার এই পুজোয় আজও জাগ্রত মা দুর্গা !
শুরু হয়ে গিয়েছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজা। এই চার দিন দেবীর আরাধনায় মেতে ওঠে সকলে। মা দুর্গার পুজোর সঙ্গে এক জায়গায় এক রকম ইতিহাস জড়িয়ে। তেমনই এক অলৌকিক কাহিনী রয়েছে বাঁকুড়ার গোকুল নগরের গয়াল ব্রাহ্মণ পাড়ার দুর্গা পুজোতে। ছবি: অনুভব চক্রবর্তী
advertisement
2/8
এই পুজো প্রায় ৩০০ বছরের পুরনো। বাড়ির পুজো থেকেই এই পুজো আজ সকলের মুখে মুখে ফেরে। ছবি: অনুভব চক্রবর্তী
advertisement
3/8
অষ্টমীর সকালে দুর্গা পুজোয় কুমড়ো বলি দেওয়া হয় এখানে। কিন্তু অবাক কাণ্ড হল, ততক্ষণ বলি হয় না, যতক্ষণ না ঘট থেকে ফুল পড়ছে। ছবি: অনুভব চক্রবর্তী
advertisement
4/8
প্রতিবছর বলির ঠিক আগে ঘট থেকে একটা ফুল নয়, ফুল বেলপাতা সহ মায়ের ঘট থেকে সব কিছু এক সঙ্গে মাটিতে পড়ে যায়। আর তারপর হয় কুমড়ো বলি। প্রতি বছর অষ্টমীর বলির আগে এভাবে ফুল পড়বেই ঘট থেকে। যদি ফুল না পড়ে তবে বলি হয় না। এমনটাও হয়েছে একবার। ছবি: অনুভব চক্রবর্তী
advertisement
5/8
এই দেবী এতটাই জাগ্রত যে গ্রামের সব মানুষরা দেবীকে জানান নিজের মনের ইচ্ছা। ছবি: অনুভব চক্রবর্তী
advertisement
6/8
দূর থেকেও আসেন অনেকে। গ্রামের মানুষ ভালোবেসে মেতে ওঠেন মায়ের পুজোয়। ছবি: অনুভব চক্রবর্তী
advertisement
7/8
সকলে মিলে স্নান করান কলা বউ। এক জোট হন বহু দূরের মানুষও। ছবি: অনুভব চক্রবর্তী
advertisement
8/8
পুজোতে অনেকেই থাকেন পুরোহিতের বেশে। গ্রামের বাচ্চারাও অংশ নেয়। এক জমাটি পরিবেশ তৈরি হয়। ছবি: অনুভব চক্রবর্তী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
অষ্টমীতে দেবীর ঘট থেকে অলৌকিক ফুল পড়ে ! বাঁকুড়ার এই পুজোয় আজও জাগ্রত মা দুর্গা !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল