Basketball Tournament : YMCAকলেজ ব্রাঞ্চ আয়োজিত আন্তঃস্কুল বাস্কেটবল প্রতিযোগিতা! জয় হল কার? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Basketball Tournament : অংশগ্রহণ করেছিল মোট আটটি স্কুল! এই প্রতিযোগোতা নিয়ে উত্তেজনা ছিল প্রথম দিন থেকেই!
advertisement
1/5

ওয়াইএমসিএ কলেজ ব্রাঞ্চ আয়োজিত ৩দিন ব্যাপী আন্তঃ স্কুল বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ৫-৭ অক্টোবর! স্কুলের এই প্রতিযোগোতা নিয়ে উত্তেজনা ছিল প্রথম দিন থেকেই!
advertisement
2/5
আটটি স্কুল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। এই বাস্কেটবল খেলা নিয়ে যতটা উৎসাহ দেখা যায় পড়ুয়াদের মধ্যে ঠিক ততটাই উত্তেজনা আয়োজক এবং অভিভাবকদের মধ্যেও ছিল!
advertisement
3/5
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট আটটি স্কুল! মডার্ন হাই স্কুল,সেন্ট টেরেসা স্কুল,ডিপিএস জোকা,সেন্ট জন ডায়োসেশন,শ্রী শ্রী অ্যাকাডেমি,ভারতীয় বিদ্যাভবন,ডিপিএস মেগাসিটি ।
advertisement
4/5
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মডার্ন হাই স্কুল, রানার্স আপ হয় সেন্ট টেরেসা স্কুল!
advertisement
5/5
প্রতিযোগিতায় বেস্ট প্লেয়ারের পুরস্কার জিতে নেয় উপাসনা বাগারিয়া! এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -প্রদীপ কুমার অড্ডি,সম্পাদক,WBBA ,প্রেসিডেন্ট জন নেলসন আলী,চেয়ারম্যান প্রবল কান্ত দত্ত,সেক্রেটারি নীলাদ্রি রাহা ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Basketball Tournament : YMCAকলেজ ব্রাঞ্চ আয়োজিত আন্তঃস্কুল বাস্কেটবল প্রতিযোগিতা! জয় হল কার? জানুন