2nd Howrah Bridge Closed: কলকাতা-হাওড়ায় গাড়ি চলাচল নিয়ে রবিবার বড়সড় বদল, বন্ধ থাকবে দ্বিতীয় হাওড়া ব্রিজ, কোথা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেবে জেনে রাখুন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
2nd Howrah Bridge Closed:আবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! রবিবার সকাল ৫ টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল নির্দেশিকা হাওড়া সিটি পুলিশের
advertisement
1/5

হাওড়া, রাকেশ মাইতি: আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! টানা ৯ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকছে যান চলাচল। মেরামতি কাজের জন্য সকাল থেকে দুপুর অবধি টানা কয়েক ঘন্টা বন্ধ। ২৩/১১/২০২৫ রবিবার সকাল ৬ থেকে দুপুর ২ টা পর্যন্ত কাজ চলবে। কাজ শুরুর ১ ঘন্টা আগে এবং কাজ শেষে অতিরিক্ত ৩০ মিনিট আগে যাতায়াত বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
সেতুর বিয়ারিং এবং ক্যাবেল রিপিয়ারিংয়ে এইচআরবিসি কাজ করবে। আর এই কাজের কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।হাওড়া হয়ে কলকাতা যাওয়ার ক্ষেত্রে, দ্বিতীয় সেতুর পরিবর্তে বিকল্প পথে যাওয়ার নির্দেশিকা পুলিশের।বিদ্যাসাগর সেতু ব্যবহার করে কোলকাতার দিকে যেতে ইচ্ছুক পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য সমস্ত যান হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) / নিবেদিতা সেতু / ওল্ড বালি সেতু (বিবেকানন্দ সেতু) দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
advertisement
3/5
১৬ নং জাতীয় সড়ক হয়ে কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী যান যারা কোলকাতা যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান তারা ধুলোগড়-নিবরা-সলোপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারেন।ডানকুনি দিক থেকে আসা পণ্যবাহী যান, যারা কোলকাতার দিকে যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন।কলকাতা থেকে আসা হাওড়াগামী যানবাহন যারা ২য় হুগলি সেতু যেতে চান, তারা হাওড়া সেতু বা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
advertisement
4/5
পণ্যবাহী যানবাহন ছাড়া কোলাঘাটগামী যানবাহন কাজীপাড়া- জিটি রোড- ব্যতাইতলা- আন্দুল রোড- আলমপুর- এএনএইচ ১৬- ধুলোগড়-হ্যাং সাং ক্রসিং - কোনা এক্সপ্রেসওয়ে - নিবড়া - বাম মোড় - এন এইচ ১৬- অঙ্কুরহাটি - ধুলোগড়- কোলাঘাটের দিকে যাওয়ার জন্য রানিহাটি দিক যাবে।
advertisement
5/5
পণ্যবাহী যানবাহন ছাড়া কোলাঘাটগামী যানবাহন কাজীপাড়া- জিটি রোড- ব্যতাইতলা- আন্দুল রোড- আলমপুর- এএনএইচ ১৬- ধুলোগড়-হ্যাং সাং ক্রসিং - কোনা এক্সপ্রেসওয়ে - নিবড়া - বাম মোড় - এন এইচ ১৬- অঙ্কুরহাটি - ধুলোগড়- কোলাঘাটের দিকে যাওয়ার জন্য রানিহাটি দিক যাবে।পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলি হ্যাং সাং ক্রসিং - কোনা এক্সপ্রেসওয়ে- এন এইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতি পাড়া- ডানকুনি বাহ্যাং সাং ক্রসিং-ডান মোড়- শৈলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- এনএইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতি পাড়া- ডানকুনি বাকাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট হয়ে- মাইতি পাড়া। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
2nd Howrah Bridge Closed: কলকাতা-হাওড়ায় গাড়ি চলাচল নিয়ে রবিবার বড়সড় বদল, বন্ধ থাকবে দ্বিতীয় হাওড়া ব্রিজ, কোথা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেবে জেনে রাখুন