TRENDING:

Yaas Update : আসছে ইয়াস, ফুঁসছে সাগর! সুন্দরবন থেকে দলে দলে নিরাপদ শিবিরে মানুষ!

Last Updated:
ঘূর্ণিঝড় (Cyclone Yaas) বিপর্যয় কেন্দ্র এবং ফ্লাড সেন্টারগুলি ছাড়াও এবার সুন্দরবনের (Sundarban) প্রত্যেক মহকুমায় শতাধিক স্কুল এবং আইসিডিএস সেন্টারগুলিতে উপকূলের মানুষদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
1/5
আসছে ইয়াস, ফুঁসছে সাগর! সুন্দরবন থেকে দলে দলে নিরাপদ শিবিরে মানুষ!
বিদ্ধংসী ঝড়ের আগাম প্রস্তুতিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। ইতিমধ্যেই দিঘায় দাপট দেখাতে শুরু করেছে এই ঝড় এবং বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ঘন বৃষ্টিও হয়েছে। বুধবার ইয়াসের গতিবেগ উত্তর বঙ্গোপসাগরে ১৯০ কিলোমিটার হতে পারে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
advertisement
2/5
আমফানের শিক্ষা নিয়ে এবার আগে থাকতেই কোনও কসুর ছাড়তে রাজি নয় প্রশাসন। তাই জরুরি সতর্কতায় নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে মানুষ-জনকে। গঙ্গাসাগর, নামখানা-সহ সুন্দরবনের গোসাবা, ঘোড়ামারা এলাকাগুলি গত বছর আমফানের পরে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।
advertisement
3/5
সেই কথা মাথায় রেখেই এবার আগে ভাগে এই সব এলাকার গ্রামগুলি থেকে মানুষদের নিয়ে আসা হচ্ছে ত্রাণ শিবিরের নিরাপদ আশ্রয়ে। আর তার দায়িত্ব পড়েছে সাগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়ে মন্ত্রিসভাতে জায়গা করে নেওয়া মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার ওপর৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দায়িত্ব দিয়েছেন ‘‌ইয়াস’‌ ঘূর্ণিঝড় থেকে সাগরের মানুষকে রক্ষা করার।
advertisement
4/5
ঘূর্ণিঝড় বিপর্যয় কেন্দ্র এবং ফ্লাড সেন্টারগুলি ছাড়াও এবার সুন্দরবনের প্রত্যেক মহকুমায় শতাধিক স্কুল এবং আইসিডিএস সেন্টারগুলিতে উপকূলের মানুষদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। নাওয়া-খাওয়া ভুলে সুন্দরবনের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
advertisement
5/5
এই অগ্নিপরীক্ষায় পাশ করতেই হবে। এই কথা স্বীকার করে নিয়ে মন্ত্রী বলেন, "ঝড়ের মোকাবিলা করতেই প্রশাসনের সাহায্যে সুন্দরবন জুড়ে সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। তবে করোনার ভয়ঙ্কর সংক্রমণের মাঝেই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে পরিস্থিতির মোকাবিলা করা রীতিমত চ্যালেঞ্জ।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Yaas Update : আসছে ইয়াস, ফুঁসছে সাগর! সুন্দরবন থেকে দলে দলে নিরাপদ শিবিরে মানুষ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল