South Kolkata Water-logging: বানভাসী সোনারপুরের পাশেই আছেন বিধায়ক, রাস্তায় লাভলি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
South Kolkata Water Logging: জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন লাভলি মৈত্র। এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি জানান।
advertisement
1/4

একটানা বৃষ্টিতে জলমগ্ন সোনারপুরের বিভিন্ন এলাকা। বেশ কিছু ওয়ার্ডে জলবন্দী মানুষ। সেইসব পরিস্থিতি শুক্রবার সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক লাভলি মৈত্র। Reporter- Arpan Mondal
advertisement
2/4
জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি জানান। অনেক জায়গাতেই ড্রেনেজ সিস্টেম নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপাতত বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে।
advertisement
3/4
রাজপুর, সোনারপুর পুরসভার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন বিধায়ক। এই এলাকার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি। সোনারপুরে দুয়ারে ভ্যাকসিন পরিষেবা চালু করেন বিধায়ক লাভলি মৈত্র। একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই প্রকল্প চালু করা হয়।
advertisement
4/4
এর ফলে উপকৃত হবেন এই এলাকার বয়স্ক মানুষজন। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হিসেবে সোনারপুরের পুর ও গ্রামীণ এলাকার বৃদ্ধাশ্রমগুলিতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। এলাকার ১০টি বৃদ্ধাশ্রমের ২০০ জন আবাসিককে প্রথম দিনেই ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আবেদনের ভিত্তিতে এলাকাভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন নেওয়ার কাজ হবে বলে জানান বিধায়ক। শুধুমাত্র বয়স্করাই পাবেন এই পরিষেবা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Kolkata Water-logging: বানভাসী সোনারপুরের পাশেই আছেন বিধায়ক, রাস্তায় লাভলি