TRENDING:

Bangla News | Accident: ১১০০০ ভোল্ট! চলন্ত গাড়ির মধ্যে বিদ্যুৎপৃষ্ট চালক! বাঁচতে যা করলেন, অভাবনীয়...

Last Updated:
Bangla News | Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবির হাট থেকে মহিষগোটের দিকে যাওয়ার পথে আশ্রম মোড়ের কাছে ১১০০০ ভোল্ট বৈদ্যুতিক তারে কন্টেনারটি ঠেকে যাওয়ায় চালক বিদ্যুৎপৃষ্ট হন।
advertisement
1/5
১১০০০ ভোল্ট! চলন্ত গাড়ির মধ্যে বিদ্যুৎপৃষ্ট চালক! বাঁচতে যা করলেন, অভাবনীয়...
চলন্ত গাড়ির মধ্যে বিদ্যুৎপৃষ্ট (Lightning) হলেন চালক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বিবিরহাট আশ্রম মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবির হাট থেকে মহিষগোটের দিকে যাওয়ার পথে আশ্রম মোড়ের কাছে ১১০০০ ভোল্ট বৈদ্যুতিক তারে কন্টেনারটি ঠেকে যাওয়ায় চালক বিদ্যুৎপৃষ্ট হন। (প্রতীকী ছবি)
advertisement
2/5
এরপরই কোন রকমে প্রাণ বাঁচাতে নয়ানজুলিতে ঝাঁপ দেন তিনি। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। এদিকে ওই কন্টেনারে সঙ্গেসঙ্গে আগুন ধরে যায়। (প্রতীকী ছবি)
advertisement
3/5
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়ি চালকের নাম লালু যাদব। বয়স ২৭ বছর। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে খিদিরপুর ডক থেকে বিবিরহাট এসেছিল সে। যাওয়ার পথেই এই মারাত্মক দুর্ঘটনার শিকার হন লালু যাদব। (প্রতীকী ছবি)
advertisement
4/5
এদিকে, বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে রাজ্যজুড়ে। বুধবারই দক্ষিণ দমদমের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রেয়া বণিক এবং অনুষ্কার নন্দী নামে দুই নাবালিকা রাস্তায় বেরিয়ে খেলাচ্ছলেই ল্যাম্পপোস্ট ছুঁয়ে দেয়। এরপরই বিদ্যুৎস্পৃষ্ট দুই পড়ুয়ার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। (প্রতীকী ছবি)
advertisement
5/5
আবার মঙ্গলবারই খড়দহের পাতুলিয়া অঞ্চলে বাড়িতে জমা জলের কারণে বিদ্যুপৃষ্ট হয়ে মৃত্যু হয় বাবা-মা ও এক সন্তানের। কোনও ক্রমে বেঁচে যায় আরেক পুত্র সন্তান। আবার এদিনই জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায়। মৃত প্রৌঢ়ের নাম দীপক চৌধুরী। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bangla News | Accident: ১১০০০ ভোল্ট! চলন্ত গাড়ির মধ্যে বিদ্যুৎপৃষ্ট চালক! বাঁচতে যা করলেন, অভাবনীয়...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল