TRENDING:

Kanti Ganguly: ঝড়ের আগে কান্তি এল, নিজের গড়া স্কুলে হাজার মুখের ত্রাণের ব্যবস্থা! দেখুন ছবিতে..

Last Updated:
আমফান (Cyclone Amphan) হোক বা আসতে চলে ইয়াস (Cyclone Yaas), বিরাম নেই কান্তি গঙ্গোপাধ্যায়ের (Kanti Ganguly)।
advertisement
1/5
ঝড়ের আগে কান্তি এল, নিজের গড়া স্কুলে হাজার মুখের ত্রাণের ব্যবস্থা! দেখুন ছবিতে
মন্ত্রিত্ব, রাজনৈতিক বিপুল ক্ষমতা সবই একে-একে চলে গিয়েছে তাঁর। কিন্তু অভ্যাসে কোনও বদল হয়নি তাঁর। আয়লা হোক, বুলবুল (Cyclone Bulbul) হোক, আমফান (Cyclone Amphan) হোক বা আসতে চলে ইয়াস (Cyclone Yaas), বিরাম নেই কান্তি গঙ্গোপাধ্যায়ের (Kanti Ganguly)। এবারও তাই তাঁকে ঘিরেই বাঁচার আশায় রায়দিঘিবাসী।
advertisement
2/5
ইতিমধ্যেই ত্রাণ শিবির খুলে দিয়েছেন কান্তি বাবু। মঙ্গলবার রায়দিঘির বিরাজমোহিনী বিদ্যালয়ে ১ হাজার জন স্থানীয় গ্রামবাসীর থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। সেখানে সকলের জন্য ভাত-ডাল, তরকারি, ডিম খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, নিজের স্ত্রীর নামেই ওই বিদ্যালয় গড়েছেন সিপিএম নেতা।
advertisement
3/5
এর আগে মণি নদীর বাঁধ পরিদর্শনেও গিয়েছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের সঙ্গে রয়েছে করোনার দাপটও। তাই পরিস্থিতি আন্দাজ করেই এলাকায় ত্রিপল, মাস্ক ও স্যানিটাইজার বিলি করছেন সিপিএম নেতা।
advertisement
4/5
সম্প্রতি ফেসবুকে কান্তি বাবু লেখেন, 'রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ত্রাণ কেন্দ্রর কাজ চলছে পুরোদস্তুর। আমি ফিরছি সুন্দরবনে ঝড়ের বিরুদ্ধে তৈরী হতে। রাজ্য সরকারের ও মানুষের কাছে দুটি আবেদন রয়েছে। ১: ফ্লাড শেল্টার এ মানুষকে আশ্রয় দেওয়ার আগে দেহের তাপমাত্রা দেখে নেওয়া হোক ও অসুস্থ সাধারণ মানুষের জন্য আলাদা আশ্রয় তৈরী করা হোক, যাতে গ্রামে করোনা আরো ছড়িয়ে না যায়। ২: মানুষ পানীয় ও দরকার পড়লে বৃষ্টির জল যেন জমা করে রাখেন কারণ বাঁধ ভাঙলে নোনা জল পান এর অযোগ্য।'
advertisement
5/5
দলীয় মুখপত্র ও নিজের ফেসবুক পেজে ঘূর্ণিঝড়ের সময় বেশ কয়েকটি আবশ্যকীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, আগে থেকেই পানীয় জল মজুত করতে হবে। কারণ দূর্বল বাঁধ ভেঙে সাগরের জল ঢুকবেই। নোনা জল ঢুকলেই পানীয় জলের অভাব প্রকট হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kanti Ganguly: ঝড়ের আগে কান্তি এল, নিজের গড়া স্কুলে হাজার মুখের ত্রাণের ব্যবস্থা! দেখুন ছবিতে..
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল