Rath Yatra2021: বারইপুরের ৩০০ বছরের পুরনো রথের পুজো, করোনার কোপে জৌলুসহীন, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গত বছর থেকে করোনা অতিমারির কারণে বন্ধ ছিল রথযাত্রা উৎসব
advertisement
1/8

*দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঐতিহ্যবাহী রায়চৌধুরী বাড়ির রথ যাত্রা। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বারুইপুরের এই রথ যাত্রার সূচনা হয়। সেই থেকে এখনও জমিদার বাড়ির রীতি রেওয়াজ মেনেই ধুমধাম করে পালিত হয়ে আসছে রথযাত্রার অনুষ্ঠান।
advertisement
2/8
*কিন্তু গত বছর থেকে করোনা অতিমারির কারণে বন্ধ ছিল রথযাত্রা উৎসব। এবারেও প্রশাসনিক নির্দেশ মেনে রথ যাত্রা বন্ধ রাখছেন রায়চৌধুরী পরিবারের সদস্যরা৷
advertisement
3/8
*তবে মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজোতে কোন খামতি রাখা হচ্ছে না। পুজো দিতে গেলেও মানতে হচ্ছে করোনা স্বাস্থ্য বিধি।
advertisement
4/8
*আগে রথ উপলক্ষে এলাকায় বিশাল মেলা বসত। এবারে সব বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
5/8
*সোমবার সকাল থেকে রায়চৌধুরী বাড়ির মন্দিরের সামনে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। রথের অনুষ্ঠান বন্ধ থাকলেও প্রত্যেকে সামাজিক দূরত্ব মেনে মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিয়ে বাড়ি ফিরছেন নিরাশ হয়ে। *রথের দড়িতে টান না দিতে পেরে অনেকেই রথের পুজো দিয়ে প্রণাম সেরে বাড়ি ফিরছেন।
advertisement
6/8
*রথের দড়িতে টান না দিতে পেরে অনেকেই রথের পুজো দিয়ে প্রণাম সেরে বাড়ি ফিরছেন।
advertisement
7/8
*রায়চৌধুরী বাড়ির বর্তমান কর্তা অমিয়কৃষ্ণ রায়চৌধুরী বলেন, 'আজ থেকে প্রায় ৩০০ বছর আগে জমিদারি হাতে পেয়েছিলেন রাজবল্লভ চৌধুরী। বারুইপুরে আদিগঙ্গার পাড়ে প্রাসাদোপম বাড়ি, ঠাকুরদালান ও সেরাস্তা তৈরি করিয়ে ছিলেন তিনি। তাঁর জমিদারি সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল। কর্নওয়ালিশের আমলে সেই জমিদারি ফুলে ফেঁপে ওঠে। কথিত আছে, একদিন রাজবল্লভের ইচ্ছে হয় পুরিতে জগন্নাথ দেবের দর্শনে যাবেন। রাতে স্বপ্নাদেশে পেয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে রথ যাত্রার সূচনা করেছিলেন। সেই থেকে এখনও নিয়ম মেনে চলছে বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ যাত্রা।
advertisement
8/8
*একসময় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেশ কিছুদিন এই বাড়িতেই অবস্থান করেছিলেন। 'দুর্গেশ নন্দিনী' উপন্যাসের বড় অংশই এই বাড়িতে বসে লেখা হয়েছিল বলেও কথিত আছে। (Reporter-Arpan Mandal)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rath Yatra2021: বারইপুরের ৩০০ বছরের পুরনো রথের পুজো, করোনার কোপে জৌলুসহীন, দেখুন