'একজন মানুষ রাজনৈতিক ভাবে দেউলিয়া হলে যা হয়, অধীরের অবস্থা এখন এমনই হয়েছে' : শুভেন্দু অধিকারী
Last Updated:
advertisement
1/6

মিডিয়ার ভাষায় যিনি তথাকথিত রবিনহুড, সেই রবিনহুডের অবস্থা কি হয় ? সেটা আগামী ২৩ মে ভোট গণনার পরই বুঝতে পারবেন বহরমপুরের ভোট শেষে আজ অধীর চৌধুরীকে এই ভাষাতেই কটাক্ষ করলেন মুর্শিদাবাদের তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।
advertisement
2/6
শারীরিক ভাবে আজ যিনি ছিলেন পুর্ব মেদিনীপুরে, দলের তরফে দায়িত্ব থাকায়, বলা ভাল কার্যক্ষেত্রে আসলে তিনি আজ সারাটাদিনই কাটালেন বহরমপুরেই।
advertisement
3/6
বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট শেষ হওয়ার পরই শুভেন্দু আজ গিয়েছিলেন মহিষাদলে । দলীয় প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার ফাঁকে এদিন তিনি নিউজ এইট্টিনকে দেওয়া সাক্ষাৎকার দিয়েছেন ৷
advertisement
4/6
অধীর চৌধুরী প্রসঙ্গে বলেন একজন মানুষ রাজনৈতিক ভাবে দেউলিয়া হলে যা হয়, উনার অবস্থা এখন এমনই হয়েছে ।
advertisement
5/6
আসলে উনি বাস্তবে যা তা নন। তাই বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। বড় করেই ওনাকে দেখানো হয়েছে ।
advertisement
6/6
নিজেকে বড় করে দেখানোর উদ্দেশেই উনি সকাল থেকে নাটক করে গিয়েছেন ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
'একজন মানুষ রাজনৈতিক ভাবে দেউলিয়া হলে যা হয়, অধীরের অবস্থা এখন এমনই হয়েছে' : শুভেন্দু অধিকারী