Endangered Turtle: দুনিয়া থেকে মুছে যাচ্ছিল 'ওরা'! শুরু হয় বাঁচানোর লড়াই, আর এবার নতুন গল্প শুনলে আপনিও খুশি হয়ে যাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Endangered Turtle: সুন্দরবনে বিলুপ্তপ্রায় কচ্ছপদের বাঁচাতে অভিনব উদ্যোগ। যে উদ্যোগে নতুন করে বাঁচার রসদ পাচ্ছে হারিয়ে যেতে বসা কচ্ছপরা।
advertisement
1/6

সুন্দরবনে জন্ম হল নতুন ২২৩ টি কচ্ছপের। এগুলি বাটাগুড় বাসকা প্রজাতির। এই কচ্ছপগুলি একসময় বিলুপ্ত হতে বসেছিল।
advertisement
2/6
১৭ বছর আগে এই কচ্ছপের প্রজাতির সংরক্ষণের কাজ শুরু হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে শুরু হয় এই কাজ।
advertisement
3/6
২০০৮ সালে ৭ টি পুরুষ কচ্ছপ ও ৫ টি স্ত্রী কচ্ছপ নিয়ে শুরু হয় এই কাজ। বর্তমানে ৬৫০ টির বেশি কচ্ছপ রয়েছে এই প্রজাতির।
advertisement
4/6
তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এবছর কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে ২২৩ টি কচ্ছপের জন্ম দেওয়া হয়েছে। যার ফলে এই প্রজাতির কচ্ছপ আরও বাড়ছে।
advertisement
5/6
২০২২ সালে ১০ টি পূর্ণবয়স্ক বাটাগুড় বাস্কা কচ্ছপকে সুন্দরবনের গভীরে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে অনেক তথ্য পাওয়া যায়।
advertisement
6/6
সুন্দরবনের জঙ্গল ঝিলা, দোবাঁকি, চামটা সহ একাধিক জায়গায় এই কচ্ছপ সংরক্ষণ হচ্ছে। যার ফলে খুশি সকলেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Endangered Turtle: দুনিয়া থেকে মুছে যাচ্ছিল 'ওরা'! শুরু হয় বাঁচানোর লড়াই, আর এবার নতুন গল্প শুনলে আপনিও খুশি হয়ে যাবেন