Durga Puja 2025: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, জানুন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর সময়
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Durga Puja 2025 Belur Math Schedule: বেলুড় মঠের সময় নির্ঘণ্ট ৷ আগামী ১২, ১৩ এবং ১৪ আশ্বিন ১৪৩২-এর দুর্গাপুজোর সময়সূচি, অঞ্জলি পর্ব থেকে সন্ধি পুজো ৷ রইল সব বিস্তারিত ৷
advertisement
1/5

বেলুড় মঠ, রাকেশ মাইতি: ২০২৫ দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ ৷ আশ্বিনের দ্বিতীয় সপ্তাহে এবার দুর্গা পুজো। গত বছরের তুলনায় অনেকটা আগেই এবছর পুজো। সারা বাংলা জুড়েই তাই পুজোর প্রস্তুতি চলছে জোরদার।
advertisement
2/5
আপামর বাঙালির অন্যতম আকর্ষণ বেলুড় মঠের দুর্গা পুজো। বেলুড় মঠের ভক্ত এবং সাধারণ মানুষ এই পুজোর কয়েকটা দিন সময় মতো বেলুড় মঠে হাজির হয়ে থাকেন। সেই সমস্ত মানুষ অপেক্ষায় থাকেন বেলুড় মঠের পুজোর সময় নির্ঘণ্টের।
advertisement
3/5
সপ্তমী : ১২ আশ্বিন ( ২৯ সেপ্টেম্বর) পুজো আরম্ভ সকাল - ৫: ৪০ মিনিটমহাঅষ্টমী : ১৩ আশ্বিন ( ৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার পুজো আরম্ভ সকাল - ৫: ৪০ মিনিটকুমারী পুজো- সকাল - ৯ টা। সন্ধি পুজো - সন্ধ্যা ৫:৪৩ মিনিট।
advertisement
4/5
বেলুড় মঠের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ কুমারী পুজো। তবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভক্ত উপস্থিতি দেখা যায়। মহানবমী - ১৪ আশ্বিন ( ১ অক্টোবর ) বুধবার পুজো আরম্ভ - সকাল ৫:৪০ মিনিট , ভোগ আরতির পর হোম।
advertisement
5/5
পুজো'র কয়েকটা দিন বহু মানুষ বেলুড় মঠে পুষ্পাঞ্জলি দেন। পুজো নির্ঘণ্টয় জানানো হয়, প্রতিদিন দেবী দুর্গার ভোগ আরতির পর পুষ্পাঞ্জলি পর্ব চলবে। প্রতিদিন সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে, শ্রী শ্রী ঠাকুরের আরতির পর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, জানুন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর সময়