Bardhaman Homeopathic Medical College: শনিবারের বারবেলায় ভয়ঙ্কর শব্দ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের ২০০ বছরের প্রাচীন ভবন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bardhaman Homeopathic Medical College: আচমকা ভেঙে পড়লো বর্ধমান হোমিওপ্যাথি কলেজের পুরানো বিল্ডিং-এর একাংশ,হতাহতের কোনো খবর নেই।শনিবার দুপুর নাগাদ আচমকায় ভেঙে পড়ে বিল্ডিং-এর একাংশ।
advertisement
1/5

আচমকা ভেঙে পড়লো বর্ধমান হোমিওপ্যাথি কলেজের পুরানো বিল্ডিং-এর একাংশ,প্রায় ২০০ বছরের পুরনো এই বিল্ডিংটি। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
শনিবার দুপুর নাগাদ আচমকায় ভেঙে পড়ে বিল্ডিং-এর একাংশ।বর্ধমান হোমিওপ্যাথি কলেজের সূত্র জানা গেছে,কলেজের বিল্ডিংটি প্রায় ২০০ বছরেরও বেশী পুরোনো বর্ধমান রাজাদের সময়ের।কলেজের ওই অংশটিকে অনেকদিন আগেই পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছিল।
advertisement
3/5
বর্তমানে ওই জায়গাটিতে বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এক কর্মী রেখা কাটারি তার পরিবার নিয়ে থাকতেন। দীর্ঘদিন ধরেই তাকে উঠে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি তা শোনেননি।
advertisement
4/5
বর্ধমান হোমিওপ্যাথি কলেজের ডাইরেক্টর অসীম কুমার সামন্ত জানান,কলেজের বিল্ডিংটি প্রায় ২০০ বছরেরও বেশী পুরোনো বর্ধমান রাজাদের সময়ের।কলেজের ওই অংশটিকে অনেকদিন আগেই পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছিল।আজ তারই একাংশ ভেঙে পড়েছে যদিও এই ঘটনায় কেউ হতাহত হয় নি।
advertisement
5/5
তিনি আরও বলেন, আমাদের কলেজে নব কাটারি নামে এক কর্মী ছিলেন। তাকে আমাদের কলেজের পূর্বে প্রিন্সিপাল থাকতে দিয়েছিলেন পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী কাজটি পান এবং তিনিও ওখানে থাকেন। তাকে সেখান থেকে উঠে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ বাড়িটি পরিত্যক্ত কিন্তু তিনি ওঠেননি। এ বছর একটানা বৃষ্টি হয়েছে প্রায় তিন মাস ফলে বাড়িতে দুর্বল হয়ে পড়েছিল শনিবার সকালে হঠাৎই বাড়িতে ভেঙে পড়ে। সেই সময় কেউ না থাকায় বিপদ ঘটে। কাল থেকে রাবিস সরানোর কাজ শুরু হবে এবং পরবর্তীতে কলেজের কাজেই ব্যবহার করা হবে জায়গাটি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bardhaman Homeopathic Medical College: শনিবারের বারবেলায় ভয়ঙ্কর শব্দ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের ২০০ বছরের প্রাচীন ভবন