Bagha Katla: টকটকে লাল কানকো, লাফাচ্ছে ২০ কেজির জ্যান্ত কাতলা, ইলিশ নেই তো কী মালামাল জেলে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Bagha Katla: ইলিশ ধরা জালে ও কী! ২০ কেজির কাতলা দেখে চক্ষু চড়কগাছ, দাম উঠল তরতরিয়ে
advertisement
1/7

: গঙ্গায় ইলিশের জালে উঠছে বাঘা কাতলা। জ্যান্ত কাতলা মাছ দেখতে মানুষের ভিড় গঙ্গা পাড়ে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের শিবনগর গঙ্গায় ইলিশ ধরতে যাওয়া মাঝিদের জালে ধরা পড়ছে বাঘা কাতলা মাছ। গঙ্গার জ্যান্ত কাতলা দেখতে গঙ্গা পারে জমছে মানুষের ভিড়, যা চোখে দেখার মতোই।
advertisement
2/7
উৎসব–পার্বণ এখন শেষের দিকে। জগদ্ধাত্রী পুজোও এখন শেষ। তাই রোজকার খেটে মানুষের কাজ করতেই হয়। মৎস্যজীবী যাঁরা তাঁরা মাছ ধরতে নদীতে যান, মিস্ত্রিরা নিজেদের কাজে যান, ফিরে যান পরিযায়ী শ্রমিকরা এবং মাঝিরা নৌকা চালিয়ে রুটি–রুজির ব্যবস্থা করেন।
advertisement
3/7
এই আবহে সামশেরগঞ্জের শিবনগর গঙ্গায় ইলিশ ধরতে যান কয়েকজন মাঝি। আর তাঁদের জালে ধরা পড়ছে ‘বাঘা কাতলা’ মাছ। গঙ্গায় ধরা পড়া জ্যান্ত কাতলা দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় মানুষজন।
advertisement
4/7
এখন গঙ্গায় ইলিশের দেখা নেই বললেই চলে। তাও কোন কোন সময়ে মাঝিদের জালে ইলিশ ধরা পড়ছে। সেই ইলিশের আশায় ডিঙ্গি নিয়ে গঙ্গায় চোষে বেড়াচ্ছে মাঝিরা। কিন্তু ইলিশের দেখা নেই বললেই চলে। তবে ইলিশের বদলে জালে ধরা পড়ছে ১০, ১৫, ২০ কেজির ওজনের বিশাল বিশাল কাতলা মাছ। সেই জ্যান্ত কাতলা মাছের খবর ছড়িয়ে পড়তেই খদ্দের সেজে গঙ্গা পারে মাছ কেনার আশায় ভিড় জমাচ্ছেন এলাকার উৎসুক সাধারণ মানুষ।
advertisement
5/7
এমনটা যে হবে তা কেউ ভাবতেও পারেননি। এখন শীত আসছে। তাও পুরোপুরি পড়েনি। সকালের দিকে গ্রামবাংলায় হালকা শীত অনুভব হয়। আর রাতে তাপমাত্রা কমে একটা শীতের আমেজ অনুভব করা যায়। এই আবহে গঙ্গায় ইলিশের দেখা মেলে না।
advertisement
6/7
তবু যদি দু’একটি পাওয়া যায় তাহলে তা বাজারে বিক্রি করে দু’পয়সা আসবে। এই আশা নিয়েই মাঝিরা জাল ফেলেছিলেন। এটা তাঁদের কাজ নয়। তাও কোনও কোনও সময় মাঝিদের জালে ইলিশ ধরা পড়েছে। আর সেই ইলিশের আশা নিয়ে ডিঙ্গি নৌকা করে গঙ্গায় চোষে বেড়ান মাঝিরা। কিন্তু ইলিশের দেখা নেই। সেখানে উঠে এল ‘বাঘা কাতলা’।
advertisement
7/7
অজয় বিশ্বাস নামে এক মাছ ব্যবসায়ী জানালেন, এখন গঙ্গায় ইলিশ নেই, সেই জায়গায় এখন প্রায় সময় ইলিশের জালে ১০ থেকে ১৫ এমনকি ২০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ছে। এরপরে আস্তে আস্তে বড় বড় কাতলা এবং বাঘাল মাছ জালে ধরা পড়বে। সেই কাতলা মাছ এখন বাজারে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি। Input- Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bagha Katla: টকটকে লাল কানকো, লাফাচ্ছে ২০ কেজির জ্যান্ত কাতলা, ইলিশ নেই তো কী মালামাল জেলে