Jatra Contest: মুঠোফোনের যুগে যাত্রা প্রতিযোগিতা...! সেরা কারা? নাম জানলে গর্বে বুক ভরে যাবে হাওড়ার বাসিন্দাদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Jatra Contest: পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠিত ১৬ দলীয় যাত্রা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল হাওড়ার এই দল, দেখে নিন যাত্রাদলের নাম
advertisement
1/6

মোবাইলের যুগে যাত্রা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের শিরোপা পেল হাওড়া! বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ যখন নাটক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে সময় এমন খবর একাংশের মানুষ ভীষণভাবে উৎসাহ। আর এই ঘটনা কীভাবে তা জানতে ভীষণভাবে আগ্রহ তারা।
advertisement
2/6
পূর্ব মেদনীপুরের বালীঘায়ে ১৬ দিন ব্যাপী যাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল হাওড়া শ্যামপুর আনন্দময়ী যাত্রা ইউনিট।
advertisement
3/6
জানা যায়, এই প্রতিযোগিতায় যে নাটক মঞ্চস্থ করে এই সফলতা। তা হল কুঞ্জবিহারী দাস মন্ডল রচিত "জোড়া দিঘীর হায়না" । এটি একটি একটি সামাজিক যাত্রাপালা।
advertisement
4/6
প্রত্যেকটি দলের অভিনীত নাটক মন ছুঁয়ে যাওয়ার মত। তবে প্রতিযোগিতায় ১৫ টা যাত্রার দলকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে শ্যামপুর আনন্দময়ী যাত্রা ইউনিট।
advertisement
5/6
বর্তমান সময়ে যেখানে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। নাটক বা যাত্রার প্রচলন প্রায় কমে আসছে। সেই সময়, কর্মব্যস্ত জীবনের মাঝে সময় বের করে শুধুমাত্র শখ ও ভাল লাগত বলেই নিয়মিত যাত্রা অনুশীলন। কতকগুলো মানুষের ভালো লাগা, ভালবাসার সেই যাত্রা জেলার নাম উজ্জ্বল করল। শ্যামপুরের এই আনন্দময়ী যাত্রা ইউনিটের সদস্যরা। যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে তাঁদের এই নিসরল প্রয়াস এবং পুরস্কার প্রাপ্তি সত্যিই প্রশংসনীয়।
advertisement
6/6
বর্তমান সময়ে নানা প্রতিকূলতার মাঝেও এমন আয়োজন এবং একটি যাত্রা দলের ও যাত্রা শিল্পীদের সফলতা ভীষণভাবে প্রশংসনীয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jatra Contest: মুঠোফোনের যুগে যাত্রা প্রতিযোগিতা...! সেরা কারা? নাম জানলে গর্বে বুক ভরে যাবে হাওড়ার বাসিন্দাদের