বজবজে উপচে পড়ল ভিড়! আবার এসেছে...! দেখতে যাবেন নাকি?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
128 Wheeler Lorry: স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে, এটি দেখতে ভিড় করছেন অনেকেই
advertisement
1/6

<strong>বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ</strong> আবারও বজবজে এল ১২৮ চাকার লরি। এই লরি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই লরি দেখতে ভিড় করছেন অনেকেই। লরিটি সুভাষগ্রাম যাবে।
advertisement
2/6
পুজালির কাছে একটি সেতু দুর্বল থাকায় অত বড় ও ভারী যন্ত্র ওই পথ দিয়ে নিয়ে আসা মুশকিল। সেই কারণে বজবজ ১ নম্বর ব্লকের গোবরঝুড়ি খালের উপর একটি অস্থায়ী সেতু ও রাস্তা তৈরি করা হয়েছে। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
3/6
বজবজ থেকে সড়কপথে আমতলা হয়ে বারুইপুর ঘুরে সুভাষগ্রাম নিয়ে আসা হবে এই বিশাল যন্ত্র। সেই জন্য বিদ্যুৎ বিভাগ, পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন আলাদাভাবে বৈঠকও করেছে। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
4/6
এই বিশালাকার ট্রান্সফর্মারটি ১২৮ চাকার বিশেষ হাইড্রলিক ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। দিনে নয়, শুধু রাতেই এই গাড়ি ধীর গতিতে চালানো হচ্ছে। ফলে একদিনে কয়েক কিলোমিটারের বেশি যেতে পারছে না। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
5/6
বর্তমানে বিদ্যুতের চাহিদা দু'হাজার মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছে। ফলে কোনওভাবে একটি ট্রান্সফর্মার যদি বসে যায়, তাহলে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যাবে। সেই জন্য সবদিক ভেবে এই বিশাল ট্রান্সফর্মার আনা হচ্ছে। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
6/6
এদিকে এই ট্রান্সফর্মারটি নিয়ে যেতে বিশালাকার হাইড্রলিক ট্রাক আনা হয়েছে। ট্রাকটি যখন চালানো হচ্ছে তখন সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই ১২৮ চাকার ট্রাক নিয়ে সাধারণ মানুষের উৎসাহ এখন তুঙ্গে। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)