Durga Puja 2024: জেলায় ১০৭ ফুটের 'সবচেয়ে বড় দুর্গা'! সোদপুরের এই পুজো না দেখলেই বড় মিস
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Durga Puja 2024: জেলায় এবার হচ্ছে ১০৭ ফুটের এই দুর্গা! ২০১৫ দেশপ্রিয় পার্কের বড় দুর্গা সারা ফেলে দিয়েছিল বঙ্গে। এবার প্রশাসনের অনুমতিতেই সোদপুরে দেখা যাবে ১০০ ফুটের দুর্গা।
advertisement
1/7

জেলায় এবার হচ্ছে ১০৭ ফুটের এই দুর্গা! ২০১৫ দেশপ্রিয় পার্কের বড় দুর্গা সারা ফেলে দিয়েছিল বঙ্গে। যদিও পরবর্তীতে বিশৃঙ্খলার কারণে তা বন্ধ করে দেওয়া হয়। তবে এবার প্রশাসনের অনুমতিতেই সোদপুরে দেখা যাবে এই ১০০ ফুটের দুর্গা (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/7
এত বড় হওয়ার কারণেই বহুদূর থেকে দেখা যাচ্ছে মা দুর্গা সহ লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকে। ইতিমধ্যেই কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এখন থেকেই বহু মানুষ এই সুদীর্ঘ প্রতিমা দেখতে হাজির হচ্ছেন মন্ডপের সামনে
advertisement
3/7
পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি সার্বজনীন দুর্গাপুজোর এবারের এই বিশেষ ভাবনা ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে জেলায়। দেখে যেন মনে হচ্ছে গোটা মণ্ডপটাই প্রতিমা
advertisement
4/7
তবে শুধু মন্ডপেই নয়, ভেতরেও যে দেবী মূর্তি থাকবে তাতেও থাকছে বিশেষ চমক বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পানিহাটির ধানকল বাসস্ট্যান্ড সংলগ্ন এই পুজো এ বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করল
advertisement
5/7
মূলত ফাইবার দিয়েই তৈরি হচ্ছে এই ১o৭ ফুট উচ্চতা ও ১২০ফুট চওড়া মাতৃপ্রতিমার আদলে তৈরি মণ্ডপটি। পানশিলার বাসিন্দা শিল্পী চিরঞ্জিত দাস সহ তার সহযোগীদের হাতে সেজে উঠছে এই মন্ডপ
advertisement
6/7
ইতিমধ্যেই ক্লাব প্রাঙ্গণের সুবিশাল জায়গায় তৈরি মন্ডপে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে চলছে পর্যায়ক্রমে প্রশাসনের সঙ্গে আলোচনা। তবে এই মন্ডপ দেখতে তেমন কোনরকম বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হবে না বলেই দাবি পুজোর অন্যতম উদ্যোক্তা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসের
advertisement
7/7
তাই এবার জেলা সহ রাজ্যের মানুষ সোদপুরে আসলেই দেখতে পাবেন এই ১০৭ ফুটের বিশাল আকৃতির দুর্গা প্রতিমা, যা এবছর শারদ উৎসবে সারা ফেলে দেবে বলেই আশা উদ্যোক্তাদের
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: জেলায় ১০৭ ফুটের 'সবচেয়ে বড় দুর্গা'! সোদপুরের এই পুজো না দেখলেই বড় মিস