Vijaya Dashami: হারিয়ে যাচ্ছে ঘরে তৈরি 'বিজয়ার মিষ্টি', বাজারের গজা-নিমকিতেই হচ্ছে মিষ্টিমুখ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Vijaya Dashami: আগেকার দিনে বিজয়ার জন্য বানানো হত ছানার সন্দেশ, জিবেগজা, রসবড়া, মনোহরা, মিহিদানা, সীতাভোগের মত সব মিষ্টি।আজকাল বাজার থেকে কেনা মিষ্টির ব্যবহারের চল বেড়েছে৷
advertisement
1/5

আগেকার দিনে বিজয়ার জন্য বাড়িতেই বানানো হত ছানার সন্দেশ, জিবে গজা, রসবড়া, মনোহরা, মিহিদানা, সীতাভোগের মত সব মিষ্টি। আজকাল বাজার থেকে কেনা মিষ্টির ব্যবহারের চল বেড়েছে।
advertisement
2/5
সময়ের সঙ্গে বদলেছে অনেককিছুই এখন আর দেখাই যায় না এখন প্রতিটা বাড়িতে সে ছানার সন্দেশ হোক বা হিংয়ের কচুরি ভরসা এখন বিভিন্ন মিষ্টি দোকানের উপরে
advertisement
3/5
এভাবেই কোনও একদিন বাঙালি সংস্কৃতি থেকে হারিয়ে যাবে 'বিজয়ার মিষ্টি'। আর সেই জায়গা পুরোপুরিভাবে দখল করে নেবে কেক-পেস্ট্রি৷
advertisement
4/5
বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের পর থেকেই প্রণাম, কোলাকুলি এবং মিষ্টিমুখের পর্ব শুরু হয়ে যেত সেই প্রাচীন কাল থেকেই।
advertisement
5/5
তবে পুজো মানেই ছিল মিষ্টি মুখের আয়োজন। জমিদার বাড়ির হোক বা বারোয়ারি মা মেয়েরা দুর্গাকে বিদায়বরণ করতেন ছানার সন্দেশ দিয়ে
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Vijaya Dashami: হারিয়ে যাচ্ছে ঘরে তৈরি 'বিজয়ার মিষ্টি', বাজারের গজা-নিমকিতেই হচ্ছে মিষ্টিমুখ