TRENDING:

Mysterious News: প্রতি বছর জৈষ্ঠ্য মাসে কদমগাছে একটি মাত্র ফুল ফোঁটে! তাও মাত্র একবার! জয়নগরের এই ঘটনা অবাক করবে!

Last Updated:
Mysterious News: জয়নগরের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অলৌকিক ইতিহাস! জানুন
advertisement
1/7
বছরে মাত্র একবার কদমগাছে একটি মাত্র ফুল ফোঁটে! জয়নগরে অলৌকিক ঘটনা! জানুন
কনকচুড় ধানের খইয়ের সঙ্গে নলেন গুড়ের পাক মিশিয়ে মোয়া তৈরি। আর এই মোয়া জন্যই দেশ বিদেশে জয়নগরের খ্যাতি। কিন্ত জানেন কি এই এলাকার নাম জয়নগর কেন? (Reported By: Suman Saha)
advertisement
2/7
এক সময় আদি গঙ্গা এখন থেকেই প্রবাহিত ছিল। শ্রীচৈতন্যদেব আদিগঙ্গার তীর ধরে চক্রতীর্থ ভ্রমণ করে জয়নগর হয়ে শ্রীক্ষেত্র পুরীধামে গমন করেন। ইতিহাসে প্রসিদ্ধ জয়নগরের কূলদেবী হলেন জয়চণ্ডী। গবেষকদের কেউ কেউ বলেন, দেবীর নামেই জয়নগর নামটির উৎপত্তি।(Reported By: Suman Saha)
advertisement
3/7
জয়নগরের রাজা নীলকণ্ঠ মতিলাল, করদ রাজ্যের নরপতি হিসেবে রাজা সুবুদ্ধিরায়ের রায়নগর রাজ্য তথা রায়মঙ্গল, সূর্যপুর এবং সরস্বতী নদী পর্যন্ত বিস্তৃত এলাকার কিছু অংশ শাসন করতেন।(Reported By: Suman Saha)
advertisement
4/7
১০০১ সালে যখন সমগ্র বদ্বীপ ভূমি জলচ্ছ্বাসে ভেসে যায়, রায়নগর রাজ্যের অধিকাংশ জনমানবহীন হয়ে পড়ে। তারও পরে নীলকণ্ঠ মতিলাল মগধের যুদ্ধে প্রাণ হারালে তার ভাই সপরিবারে যশোরে চলে যান। কিন্তু কয়েক পুরুষ পরেই ওই বংশের সন্তান গুণানন্দ মতিলাল পৈতৃক সম্পত্তি ও কূলদেবী জয়চণ্ডী দেবীকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেন।(Reported By: Suman Saha)
advertisement
5/7
আরও এক গল্প কথিত আছে এক ব্রাক্ষ্মণকে দেবী স্বপ্নাদেশ দেন পুকুরের মধ্যে থেকে তাঁকে তুলে পুজো করার। বকুলগাছের তলায় তাকে প্রতিষ্ঠা করতে বলেন আর ওই গাছের থেকে তার দারুবিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করতে বলেন।(Reported By: Suman Saha)
advertisement
6/7
প্রথমে মন্দির ছিল খড়ের চলের কুড়ে ঘরে। উদ্ধার করা সেই মূর্তির পাশে দারু নির্মিত নতুন মূর্তি তৈরি করা হয়। প্রায় ১০২২ বছর ধরে দেবী জয়চন্ডী পূজিত হয়ে আসছেন।(Reported By: Suman Saha)
advertisement
7/7
দেবীর মন্দিরে এক কদমগাছ আছে সেখানে নাকি জৈষ্ঠ মাসে একবারই একটি মাত্র ফুল ধরে। মনে করা হয় জৈষ্ঠ্য মাসের পূর্ণিমায় দেবী আবির্ভূত হয়েছিলেন। তাই শুক্ল প্রতিপদ থেকে প্রতিবছর জ্যৈষ্ঠ মাসে এক পক্ষকাল জুড়ে দেবীর রূপপরিবর্তনের মেলা ও পুজো হয়ে আসছে।(Reported By: Suman Saha)
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Mysterious News: প্রতি বছর জৈষ্ঠ্য মাসে কদমগাছে একটি মাত্র ফুল ফোঁটে! তাও মাত্র একবার! জয়নগরের এই ঘটনা অবাক করবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল