TRENDING:

Sikkim Airlift: সিকিমে ভেসে ‌যাওয়া এক সেনা জীবিত উদ্ধার! জোর কদমে চলছে এয়ার লিফটিং

Last Updated:
আবহাওয়া স্বাভাবিক হতেই জোরকদমে এয়ার লিফটের মাধ্যমে উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। এত দিন আবহাওয়ার কারণেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী।
advertisement
1/6
সিকিমে ভেসে ‌যাওয়া এক সেনা জীবিত উদ্ধার! জোর কদমে চলছে এয়ার লিফটিং
আবহাওয়া স্বাভাবিক হতেই জোরকদমে এ্যায়ারলিফটের মাধ্যমে উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। এত দিন আবহাওয়ার কারণেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল।সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী।
advertisement
2/6
৪ই অক্টোবর থেকে লাগাতার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা জওয়ানরা।ইতিমধ্যেই ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস এর জওয়ানরা সিকিমের বিভিন্ন এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে।
advertisement
3/6
ভারতীয় সেনাবাহিনী উত্তর সিকিমের বিচ্ছিন্ন গ্রামগুলিকে পুনরায় সংযোগ করার জন্য ব্যাপক চেষ্টা করছে, ইতিমধ্যেই রবোম গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, ১৫০-২০০ জন নাগরিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
advertisement
4/6
সেনার তরফে সমস্তরকম সুবিধা প্রদান করা হচ্ছে পর্যটকদের।জানা গিয়েছে, সিকিমের লাচেন, লাচুং, চুংথান সহ বিভিন্ন এলাকায় আটকে পড়া প্রায় ৬৩জন বিদেশী পর্যটক সহ ১ হাজার ৭০০ জন পর্যটককে উদ্ধার করে তাদের খাবার, চিকিৎসা সহ সমস্ত সুবিধা প্রদান করা হয়েছে।
advertisement
5/6
পাশাপাশি পর্যটকদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগও করানোর ব্যবস্থা করেছে সেনাবাহিনী।এদিকে তিস্তার হড়পা বানে ভেসে যাওয়া সেনা জওয়ানদেরও খোঁজ চালাচ্ছে সেনাবাহিনী।
advertisement
6/6
ভেসে যাওয়া সেনা জওয়ানদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বেশকয়েকজন সেনা জওয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Sikkim Airlift: সিকিমে ভেসে ‌যাওয়া এক সেনা জীবিত উদ্ধার! জোর কদমে চলছে এয়ার লিফটিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল