Heavy Rain Alert: পাহাড়- সমতল কাঁপিয়ে তোলপাড় করা বৃষ্টি, ওয়েদার আপডেটে স্বস্তি কবে ফিরবে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Heavy Rain Alert: শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
1/5

শিলিগুড়ি : পাহাড় এবং সমতলে বৃষ্টি অব্যাহত। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
advertisement
2/5
কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
3/5
শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র-বিদ্যুৎ- সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ২৭, কার্শিয়াংয়ে ৩৮, শিলিগুড়িতে ৬৭.২০, মিরিকে ৪৫.৩ এবং কালিম্পংয়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
advertisement
4/5
উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র-বিদ্যুৎ- সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ২৭, কার্শিয়াংয়ে ৩৮, শিলিগুড়িতে ৬৭.২০, মিরিকে ৪৫.৩ এবং কালিম্পংয়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
advertisement
5/5
তার জেরে শিলিগুড়িতে ফুলে উঠেছে মহানন্দা নদী। এই ঘটনায় এখন আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। দার্জিলিংয়ে আরও কয়েকটি এলাকা ধস নেমেছে। সেচ দফতর সূত্রে খবর, দার্জিলিং, সিকিম এবং ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার দোমোহনিতে তিস্তা নদী সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। Input- Anirban Roy